পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१० মেদিনীপুরের ইতিহাস। প্রকৃত প্রস্তাবে রাজস্বের ছাড় বলা যাইতে পারে। সুতরাং যতদিন গবর্ণমেণ্ট এই খাজনা বা রাজস্বের ছাড় দিতে থাকিবেন ততদিন পৰ্য্যস্ত উক্ত জমী তাহাদের ইচ্ছামত অক্টের সহিত বন্দোবস্ত করিবার সম্পূর্ণ অধিকার থাকিবে । * গবর্ণমেণ্ট সেই সমস্ত জমীকে ভিন্ন ভিন্ন মহালে বিভক্ত করিয়া রাজস্ব হিসাবে উহাদের এক একটি পৃথক তোঁজী নম্বর দিয়াছেন। এই জেলায় ঐরূপ ১৮৭টি মহাল আছে এবং উহাদের মোট পরিমাণ ফল ১২০ বর্গ মাইল “জমী-জমা ও রাজস্ব সম্পক্তি বিবরণ” অধ্যায়ে এ সম্বন্ধে পুনরায় বিস্তারিত আলোচনা করা হইবে । ১৭৬০ খৃষ্টাব্দে চাকলা মেদিনীপুর ও চাকলা বৰ্দ্ধমানে কোম্পানীর অধিকার প্রতিষ্ঠিত হইলে কোম্পানী তত্তৎস্থানে 'রেসিডেন্ট’ নামধারী এক একজন ইংরাজ কৰ্ম্মচারী নিযুক্ত করেন । র্তাহারা বিচার, শাসন ও রাজস্ব তিন বিভাগেরই কর্তা ছিলেন। এতদূব্যতীত তাহাদের হস্তে কোম্পানীর ব্যবসাবাণিজ্য ও সৈন্ত পরিচালনার তারও স্থ্যস্ত ছিল । * তদনুসারে ইদানীন্তন কালের মেদিনীপুর জেলার যে অংশ তৎকালে চাকলা মেদিনীপুরের অন্তর্গত ছিল তাহা মেদিনীপুরের রেসিডেন্টের এবং যে অংশ চাকলা বৰ্দ্ধমানের অন্তভূর্ত ছিল তাহা বৰ্দ্ধমানের রেসিডেন্টের কর্তৃত্বাধীনে আইসে। জন্‌ষ্টোন সাহেব ও হে সাহেব যথাক্রমে মেদিনীপুরের ও বদ্ধমানের প্রথম রেসিডেন্ট। ब्रांछश्व-विख्ठांशं ।

  • Indian Law Reports, 8 Calcutta, 95. + District Gazetteer—Midnapore—pp. 137-138. t H. Verelst's View of the English Government in Bengal

(1772), pp. 7o-74.