পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । २१* ১৭৬৫ খৃষ্টাব্দে কোম্পানীর দেওয়ানী গ্রহণের পর হিজলী প্রদেশও কোম্পানীর হস্তগত হয় । কিন্তু তৎকালে উক্ত প্রদেশের রাজস্ব সংক্রান্ত কাৰ্য্যাদির কোন বিশেষ পরিবর্তন করা হয় নাই। ঐ সকল স্থান মুর্শিদাবাদের নবাব দরবারের নারেব দেওয়ানের অধীনস্থ দেশীয় কৰ্ম্মচারিদিগের দ্বারা পূৰ্ব্ববৎ যেরূপ চলিতেছিল সেইরূপই চলিতে থাকে ; এই বন্দোবস্তে কার্য্যের নানাপ্রকার অসুবিধা হইতে থাকায় কোম্পানী ১৭৬৯ খৃষ্টাব্দ হইতে প্রত্যেক চাকলায় বা জেলায় সুপারভাইজার’ নামে এক একজন ইংরাজ কৰ্ম্মচারী নিযুক্ত করেন। র্তাহার কোম্পানীর মুর্শিদাবাদের রাজস্ব সমিতির ( Council of Revenue at Murshidabad ) erằIR Ff{j করিতেন। ১৭৭২ খৃষ্টাব্দে প্রকাশুরূপে এতদ্দেশের শাসনভার গ্রহণ করিবার উদেখে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ডিরেক্টারগণ ওয়ারেন হেষ্টিংস্কে বাঙ্গালার গবর্ণর পদে নিযুক্ত করেন । হেষ্টিংসের সময় সুপারভাইজারগণ কালেক্টর নামে অভিহিত হন এবং তাহাদের সহকারীরূপে দেওয়ান নামে এক একজন দেশীয় কৰ্ম্মচারী নিযুক্ত হইয়াছিলেন। } সেকালের সরকারী কাগজ পত্রে দেখা যায় যে, সে সময় হিজলী প্রদেশ হুগলী কালেক্টরীর অন্তর্গত ছিল এবং বর্তমান বালেশ্বর জেলার কিয়দংশ ( জলেশ্বর অঞ্চল) ও চাকলা মেদিনীপুর লইয়া মেদিনীপুর কালেক্টরী গঠিত হইয়াছিল। কিন্তু মেদিনীপুরের রেসিডেন্টই কালেক্টারের কার্য্য করিতেন । বৰ্দ্ধমান ও মেদিনীপুরের রেসিডেন্টের তখনও কালেক্টর নাম হয় নাই।

  • Proceedings of the Select Committee, dated 16th August 1769.

+ Regulations Passed on the 14th May 1772, Paias 6 and 7.