পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిశిe মেদিনীপুরের ইতিহাস । সৈন্তাধক্ষ ও উচ্চ পদস্থ সিভিল কৰ্ম্মচারীর সমাধিও উহার মধ্যে আছে । মেদিনীপুর জজ-আদালতের দক্ষিণ পূৰ্ব্ব কোণে মেদিনীপুরের ভূতপূৰ্ব্ব কালেক্টার জন পিয়াস সাহেবের সমাধি আছে। সমাধি-স্তম্ভের খোদিত লিপি হইতে জানা যায় যে, তিনি তেইশ বৎসর কাল কোম্পানীর কার্ষ্যে নিযুক্ত ছিলেন ; তন্মধ্যে শেষ বার বৎসর মেদিনীপুরের কালেক্টরের কাৰ্য্য করিয়াছিলেন। পিয়াস সাহেব একজন অতি উচ্চ প্রকৃতির উদারহৃদয় কৰ্ত্তব্য পরায়ণ রাজপুরুষ ছিলেন। অদ্যাপি তাহার দয়া ও কর্তব্য নিষ্ঠার অনেক কাহিনী শ্রত হওয়া যায়। মেদিনীপুরের দাতব্য চিকিৎসালয়টি তাহার সময়েই স্থাপিত হইয়াছিল। র্তাহারই স্মৃতি রক্ষা কল্পে উহ। পিয়াস হস্পিটাল' নামে পরিচিত। পিয়াস সাহেবের সমাধি-স্তম্ভে ইংরাজী ও বাঙ্গালী উভয় ভাষাতে লিখিত দুইখানি প্রস্তর-ফলক আছে। বাঙ্গালা ভাষায় যাহা লেখা আছে তাহা অবিকল নিয়ে উদ্ধৃত করিয়া দেওয়া হইল :– পিয়াস সাহেবের সমাধি । “শ্রীরাম মেক্স জন পিয়াশ সাহেব জিলা মেদনিপুর বারো ব ৎসর কেলটার কাজ করিয়৷ সন ১৭৮৮ ইংরেজি ২০ মেই সন ১১৯৫ বাঙ্গালী ১১ জৈষ্ঠী কাল হইয়াছে—তাহার কবরে এই কিৰ্ত্তি করিয়া দেয়া গেল।”