পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wచిన মেদিনীপুরের ইতিহাস । আখ্যা প্রাপ্ত হইয়া থাকিবে। আর যে সকল স্থানে সেরূপ সুবিধা ঘটিয়া উঠে নাই, সে সকল স্থান হিন্দুদিগের পরিত্যজ্য হইয়া রহিয়াছে। উড়িষ্যার উদয়গিরি ও খণ্ডগিরি তাহার উজ্জল দৃষ্টান্ত। অন্তের কথা দূরে থাকুক, চৈতন্যদেব যখন পুরুষোত্তম ক্ষেত্রে গমন করেন, তখন পথে যে কোন হিন্দু-তীর্থ পাইয়াছিলেন তাহাই দর্শন করিয়া গিয়াছিলেন, কিন্তু উদয়গিরি বা খণ্ডগিরির উপরে উঠিয়াছিলেন বলিয়৷ কোনও প্রামাণিক গ্রন্থেই তাহার উল্লেখ নাই। সারদাচরণ মিত্র মহাশয় লিখিয়াছেন, “উদয়গিরি ও খণ্ডগিরি তখন পৌরাণিকদিগের প্রায়ই ত্যাজ্য ছিল । এখনও গিরিদ্ধয় আমাদের তীর্থ নয়।” * রায়বণিয়া দুর্গের প্রসঙ্গে ইতিপূৰ্ব্বে আমরা কোটদেশের বিরাটগুহ নামক এক রাজার নামোল্লেখ করিয়াছি। আমাদের অকুমান, মেদিনীপুর জেলায় যে সকল কীৰ্ত্তি মৎস্ত দেশাধিপতি বিরাট রাজার কীৰ্ত্তি বলিয়া নির্দেশিত হইয়া থাকে, সে সকল কোটদেশাধিপতি উক্ত বিরাট রাজার কীৰ্ত্তি। এই জেলার অন্তর্গত প্রাচীন দন্তপুর বা আধুনিক দাতন সহরের পাচ ছর মাইল অস্তরে রায়বণিয়া গড়ে বিরাট রাজার রাজধানী ছিল। প্রাচ্যবিদ্যামহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয় অকুমান করেন, এই বিরাটগুহ দস্তপুরের সেই প্রাচীন রাজা গুহশিব বা শিব গুহের বংশধর ; পরবর্তিকালে তাহদের প্রভুত্ব সমস্ত গড়জাত প্রদেশে বিস্তৃত হওয়ায় তাহদেরই বংশধর বিরাট গুহ রামচরিতের টীকায় গৌড় কবির নিকট “নানারঙ্কু-কুটকুটিম-বিকট-কোটটবী-কক্টরবো দক্ষিণসিংহাসন চক্রবর্তী” বলিয়া পরিচিত হইয়া থাকিবেন । এই বিরাট গুহ সম্বন্ধে অধিক আর কিছু জানা যায় নাই। তিনি যদি শিবগুহর বংশধর হ’ন, তাহা হইলে অকুমান করা যাইতে পারে যে, তিনিও বৌদ্ধ ধৰ্ম্মা

  • छै९कएल ♚कृक्षरेकछकृ-जाग्ननाछङ्ग५ भिद्ध धौष्ठ ।