পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । భాగ్రి) বলম্বী ছিলেন এবং সেই কারণে পৌরাণিকগণ উত্তরকালে তাহার কীৰ্ত্তির সহিত মৎস্তদেশাধিপতি বিরাট রাজার নাম সংযুক্ত করিয়া দিয়াছেন । বিশেষতঃ স্থানটর নাম গোপ বলিয়া গোগৃহ নামটাও সহজে মিলিয়া গিয়াছে। ইদিলপুর হইতে সংগৃহীত ও বিশ্বকোষ কাৰ্য্যালয়ে রক্ষিত একখানি প্রাচীন কুলগ্রন্থেও নগেন্দ্র বাবু বিরাট রাজার নাম পাইয়াছেন। তিনিও সেই বিরাট, কোটদেশাধিপতি বিরাট ও মেদিনীপুরের বিরাট রাজা, এই তিন বিরাটকে একই ব্যক্তি বলিয়৷ মনে করেন । * গোপ গিরির অবস্থান দেখিলে মনে হয়, এক সময় ঐ স্থানে একটি গড় বা দুর্গ ছিল এবং তাহারই উপযোগী করিয়া পাহাড়টকে কাটিয়া ছাটিয়া লওয়া হইয়াছিল। আইন-ই-আকবরীতে দেখা যায়, সে সময় মেদিনীপুর সহরে দুইটি দুর্গ ছিল। প্রত্নতত্ত্ববিদ মনোমোহন চক্রবর্তী মহাশয় অকুমান করেন, তন্মধ্যে এই স্থানের দুর্গট অন্ততর, দ্বিতীয়টি মেদিনীপুর সহরের মধ্যস্থলে অবস্থিত এবং এক্ষণে পুরাতন জেল’ নামে পরিচিত। হিন্দুরাজত্বের পর এই দুইটি দুর্গই মুসলমানদিগের হস্তগত হইয়া থাকিবে । কিন্তু সে সময় মেদিনীপুর সহরের মধ্যস্থিত দুর্গট প্রধান দুর্গ হওয়ায় গোপ দুর্গটির তখন বোধ হয় আবশ্বকতা ছিল না। ফলে বহুকাল অব্যবহার্য্য অবস্থায় পড়িয়া থাকায় দিনে দিনে উহা ধ্বংস হইয়া যায়। উত্তরকালে, কিছু কম শত বৎসর হইল, তাহারই ধ্বংসাবশেষ লইয়া উক্ত স্থানের ভূম্যধিকারী তেলিনীপাড়ার বন্ধ্যোপাধ্যায় বংশীর জমিদারগণ গোপ গিরির উপরে এক সুবৃহৎ অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়াছিলেন। কালচক্রে তাহাও এক্ষণে ধ্বংস হইয়া গিয়াছে। গোপ গিরির উপরে ত্রিকোণমিতিক জরীপের একটি

  • বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্তকাও, প্রথম ভাগ, পৃঃ ৩১৪-৪১৫ ।