পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । vనిరి বিষ্ণুপুরের মল্লবংশীয় রাজা খড়গ মল্ল ইহার প্রতিষ্ঠাতা । এষ্ট মন্দিরট যে সুপ্রশস্ত প্রাস্তরের মধ্যে অবস্থিত উহা ‘হিড়ম্ব-ডাঙ্গা’ নামে পরিচিত। জনশ্রুতি, মহাভারতীয় কালে এই প্রদেশে নিবিড় জঙ্গল ছিল এবং উহা হিড়ম্ব রাক্ষসের অধিকার-ভুক্ত ছিল। পঞ্চপাণ্ডব যে সময় বনবাস করিতেছিলেন সেই সময় ঘটনাচক্রে তাহারা এক দিন এই স্থানে আসিয়া পড়েন ; হিড়ম্বের ভগিনী হিড়িম্বা মধ্যম পাণ্ডব ভীমের রূপে মুগ্ধ হইয় তাহার সহিত প্রণয়-পাশে আবদ্ধ হইয় পড়ে। হিড়ম্ব ইহা অবগত হইয়া সক্রোধে ভীমকে আক্রমণ করিলে ভীমের সহিত মল্লযুদ্ধে হিড়ম্ব পরাজিত ও নিহত হয়। জনপ্রবাদ, এই প্রাস্তরেই তাহাদের মল্লযুদ্ধ হইয়াছিল এবং সেই কারণেই উক্ত স্থান হিড়ম্ব-ডাঙ্গা নামে অভিহিত হইয়া থাকে । পূৰ্ব্বোক্ত স্থানের অনতিদূরে প্রসিদ্ধ জগন্নাথ রাস্তার পাশ্বে পীর লোহানী সাহেব নামক এক মুসলমান সাধুর সামাধি আছে। পীরসাহেবের আদি নাম আমীয় খ ; সম্ভবতঃ তিনি * লেবানী "ল' লোহান বংশীয় ছিলেন বলিয়া পীর লোহানী নামে পরিচিত ছিলেন । র্তাহার পূর্ব নিবাস উত্তর-পশ্চিমাঞ্চলে ছিল । জনশ্রুতি, তিন চারি শত বৎসরেরও পূৰ্ব্বে তিনি এভদূঅঞ্চলে ভ্রমণ উপলক্ষে আসিয়া শেষে এই স্থানেই থাকিয়া যান। র্তাহার অলৌকিক ক্ষমতার অনেক কাহিনী অষ্ঠাপি শ্রত হওয়া যায়। হিন্দু মুসলমান সমভাবে তাহাকে শ্রদ্ধা তক্তি করিত। এখনও এ প্রদেশের হিন্দু মুসলমানের অভীষ্ট সিদ্ধির জন্য এই স্থানে সিন্নি দিয়া থাকে । তিনি লোকহিতকর নানাপ্রকার কার্য্যও করিয়া গিয়াছেন । পীর সাহেবের অস্তিানাটী প্রস্তর নিৰ্ম্মিত সমচতুষ্কোণ চত্বর । এই চত্বরেয় পশ্চিম পার্থে 는 খন্ড্রেমস্বর মহাদের ও fহড়ম্ব-ডাঙ্গা ।