পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগ ও ফিরিঙ্গি እግሯ» ক্রমশঃ জনশূন্ত ও আত্মরক্ষাকল্পে শক্তিশূন্ত হইয়া পড়িতেছিল। চট্টগ্রাম হইতে ঢাকা পৰ্য্যন্ত নদীর কুলে সকল স্থানে মনুষাবাসের চিহ্ন পৰ্যন্ত বিলুপ্ত হইয়াছিল ; তাহাদের লুণ্ঠন ও মমুন্যাপহরণের জন্ত পথের পাশে কোন স্থানে কোন লোক বাস করিত না, প্রদীপের বাতি জ্বলিত না। • গ্যাষ্ট্রেল ও রেশেলের প্রাচীন ম্যাপের প্রতি দৃষ্টিপাত করিলে দেখা যায়, দক্ষিণ বঙ্গের বহুস্থান এই দম্যদিগের দ্বারা জনশূন্ত হইয়াছিল বলিয়া স্পষ্টতঃ উল্লিখিত হইয়াছে। + মগের আসিয়া যে মুল্লুকের উপর পড়িত, তাহার শাসন-নীতি মানিত না, একেবারে ধ্বংস করিয়া ছাড়িত। শাসনহীন প্রদেশকে এখনও লোকে “মগের মুলুক” বলে । সমস্ত দক্ষিণবঙ্গ এইরূপে মগের মুল্লুক হইয়া গিয়াছিল । তার পরে আসিল ফিরিঙ্গি। তাহারাও অনেক দেশকে নিজের দেশ করিয়াছিল, অনেক জলপথকে সম্পূর্ণ স্বায়ত্ত কবিয়া লইয়াছিল। সুন্দরবনের সমৃদ্ধ নগরীসমূহ তাহারাষ্ট বিনষ্ট করিয়াছিল । এখনও সুন্দরবনের মধ্যে “ফিরিঙ্গিখালি,” “ফিরিঙ্গির দোয়ানিয়া” ও “ফিরিঙ্গি ফাড়ি’’ প্রভৃতি নামসমুহ অনেক প্রাচীন হৃদয়-বিদারক স্মৃতি জগন্ধক কবিয়া দিয়া থাকে। আমরা কবিকঙ্কণ চণ্ডীতে পড়িয়াছি,—“ফিরিঙ্গির দেশখান বাহে কর্ণধার।” পটুগীজদিগের নেৰন্তরের নাম আবমাড ( Armada ) ; উহারই অপভ্রংশে হাৰ্ম্মাদ হইয়াছে। উহা হইতে ফিরিঙ্গি দসু্যদিগকেই এদেশের লোকে “হারমাদ” বলিত দুঃসাহসিক বঙ্গীয় বণিকগণ “রাত্রিদিন বাহে ডিঙ্গ হারমাদের ডরে," এইরূপ বর্ণনা আছে। কিন্তু বহুদিন সে বণিকের দুঃসাহস থাকিল না । যে বঙ্গবাসিগণ নানা

  • “Not a householder was left on both sides of the rivers on their track from Dacca to Chittagong. They sewept it with the broom of plunder and abduction leaving nome to inhabit a house or kindle a fire all the tract J. A. S. B., 1907, pp. 422-3.

to Gastrell's Geographical and Statistical Report of the Districts of Jessore, Faridpur and Backergunj, Surveyed 1764-72, and Rennell's Bengal Atlas ( 178o )

“The tribe was called Harmad. This word ( Harmad ) is evidently Aranad, a corruption of Armada, Armad is used in the sense of fleet in Kali. mat-i-Taiyabat." J. A. S. B. 1907, No. 6, P 425 note.