পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こやや যশোহর-খুলনার ইতিহাস নামকরণ করেন। ৯ গোপালপুরে যেমন বিস্তীর্ণ দীর্ষিক ছিল, এখানেও বসন্ত রায় একটি স্বপেয় সলিলপূর্ণ এক সুন্দর দীর্ঘিকা খনন করেন। উছার জলাশয় ১১৫০ x ৮-৯ ফুট। কিন্তু উহার মিষ্ট জল আর নাই, দীঘিতে লোণ চুকিয়া উহার জল লোণ করিয়া দিয়াছে, এই জন্তই বসন্ত রায়ের দীঘির বর্তমান নাম লোণ দীঘি। উহা খালাস-থ দীঘি অপেক্ষ বড় ও স্বতন্ত্র। খালাস-থা দীঘিব কথা আমরা প্রথম খণ্ডে আলোচনা করিয়াছি। { পঞ্চবিংশ পরিচ্ছেদ—বসত্তরাক্সেলুর হত্য। প্রতাপের জন্মমাত্র জনৈক জ্যোতিষী দ্বারা তাহার কোষ্ঠী রচিত হয় ; তাহ হইতে জানা যায় যে, তাহার জীবনে পিতৃদ্রোহিত দোষ ছিল। এই কথা শুনিবামাত্র বিক্রমাদিত্য পুত্রের প্রতি বিরক্ত ও বিরূপ হন। তিনি যতদিন জীবিত ছিলেন, তাহার সে বিরক্তি যায় নাই। প্রতাপের জন্মের কিছুদিন পরে তাহার জননীর মৃত্যু হওয়ায় বিক্রমাদিত্যের বিরক্তি আরও বদ্ধিত হয়, এমন কি, পুত্রের গতিবিধি ও কাৰ্য্যকলাপ সবই সন্দেহের চক্ষে দেখিতেন। অপর পক্ষে গুণগ্রাহী বসন্ত রায় রাজপুত্রের সুকুমার তনু ও বীরোচিত মূৰ্ত্তি দেখিয়া একেবারে মুগ্ধ হইয়৷ গিয়াছিলেন । র্তাহার জ্যেষ্ঠা পত্নীর কোন সন্তানাদি হয় নাই ; j প্রতাপ মাতৃহারা হইলে তিনিই শিশুর লালন পালনের সম্পূর্ণ ভারগ্রহণ করেন, সঙ্গে সঙ্গে বসন্ত রায়েরও পুত্ৰস্নেহ প্রতাপের উপর সমৰ্পিত হইল। ক্রমে বসন্ত রায় অন্যান্য পত্নীর গর্ভে বহুপুত্রের পিতা হইলেও, প্রতাপ যে তাহাদের সৰ্ব্বজ্যেষ্ঠ এবং সৰ্ব্বাপেক্ষা প্রতিভাসম্পন্ন, সে কথা তিনি কখনও ভুলিয়া যাইতে পারেন নাই । বিক্রমাদিত্য আশঙ্কা করিতেন, প্রতাপের পিতৃহস্ত দোষের ফল তিনিই ভোগ —g

  • কেছ কেহ এই স্থানের নামকে বেতকাশী বলিয়। বানান করেন, তাহ। ঠিক নহে। যেমন বারাণসীর অপর পারে বেদকাশী, তেমনি কাশী তুল্য যশোহরপুরীর পূৰ্ব্বধারে বোকাশী। পদকৰ্ত্ত বসন্তু রায় ধে স্বকবি ছিলেন,তাহা আমরা পুৰ্ব্বে বলিয়াছি।
  1. >भ थ७, »भ म९कब्र१, १8 श्रृं: । # এই খণ্ডের ১১ •-১ পৃষ্ঠা স্রষ্টব্য।