পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Robo যশোহর-খুলনার ইতিহাস র্তাহাকে বাধা দিলেন এবং নানামতে বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন যে, মোগলের বিপক্ষে দণ্ডায়মান হইলে ঐশ্বর্যাযুক্ত যশোর রাজ্য হস্তচু্যত হইয়। যাইবে। প্রতাপ তাহা বুঝিলেন না ; তিনি মনে করিলেন, খুল্লতাত দেশদ্রোহী, নতুবা দেশের লোকের স্বাধীনতার পথে অন্তরায় হইবেন কেন ? হয়তঃ তিনি প্রতাপের বলবীৰ্য্য পরিমাপ করিতে পারেন নাই, নতুবা মোগল শক্র হওয়া এতই বিপজ্জনক বলিয়া মনে ভাবিলেন কেন ? আমরা পূর্বেই বলিয়াছি, প্রতাপ একটা সহজ কথা বুঝিতেন ; পাঠানেরাই যশোর রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং পাঠানের অর্থ-সম্পদেই সে রাজ্যের সমৃদ্ধি এতবৃদ্ধি পাইয়াছে ; সুতরাং পাঠানের রাজ্য ও অর্থের অধিকারী হইয় মোগলের বহুত স্বীকার করা বিশ্বাসঘাতকতার কার্য্য ; প্রতাপ তাহাতে সম্মত ছিলেন না । কিন্তু প্রকৃত অবস্থা বিচার করিয়া বসন্ত রায় রাজ্যের মঙ্গলার্থই প্রতাপকে নিরস্ত হইতে উপদেশ দিলেন । ফল বিপরীত হইল ; প্রতাপ খুল্লতাতের প্রতি জাতক্রোধ হইলেন। মোগলের সহিত বসন্ত রায়ের চক্রান্তের আশঙ্ক। করিয়া প্রতাপ তাহার প্রাণ-বিনাশেরই কল্পনা পোষণ করিতে লাগিলেন। চতুর্থতঃ এই সময়ে চাকসিরি পরগণা লইয়। উভয়ের মধ্যে বিবাদ হইল । বিক্রমাদিত্যর বিভাগানুসারে যশোর রাজ্যের পূৰ্ব্বাংশ প্রতাপের এবং পশ্চিমাংশ বসন্ত রায়ের হস্তগত হয়। বসন্ত রায়ের শ্বশুর কৃষ্ণরায় দত্ত ভূসম্পত্তি লাভ করিয়া রাঙ্গদিয়া পরগণায় বাস করেন। চকী বা চাকসিরি তাহারই সম্পত্তির অন্তর্গত সুতরাং তাহ প্রতাপের রাজ্যমধ্যে হইলেও র্তাহার স্বাধিকারভুক্ত ছিল না । অথচ অবস্থানগুণে নদী তীরবত্তী চাকসিরিতে একটি নেী-দুর্গ স্থাপন করিয়৷ পূৰ্ব্ব দেশীয় শক্রর হস্ত হইতে রাজ্যরক্ষা করা প্রতাপাদিত্যের বিশেষ প্রয়োজনীয় হইয়া পড়িল । তিনি অন্ত স্থানের বিনিময়ে চাকসিরি পরগণা চাহিলেন, বসন্ত রায় তাহা প্রত্যপণ করিবার পথ পাইলেন না, বিশেষতঃ র্তাহার পুত্ৰগণ ও গুলিকের বিরোধী হইয়া পড়িলেন । প্রতাপের যখন যাহা মাথায় চুকিত, তাহ না করিয়া ছাড়িতেন না। অবিরত চেষ্টা চলিতে লাগিল, বারংবার খুড়ার নিকট যাতায়াত করিতে লাগিলেন । কিন্তু গোবিন্দ রায় প্রভৃতির চক্রান্তে কিছুতেই চাকসিরি পাওয়া গেল না । এই সমর হইতেই প্রবাদ হইয়া রহিয়াছে ঃ—“সার রাতি ঘুরি ফিরি, তবু না পাই চাকসিরি”। প্রতাপের ক্রোধ সপ্তমে চড়িল ; তিনি