পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধি-বিগ্রহ ՀԵ՞Ց কন্দপকে সাহায্য করিয়াছিলেন। যুদ্ধে পাঠানের সম্পূর্ণ পরাজিত হইয়৷ দেশত্যাগ করিল। (১৫৯৬) শুধু পাঠান নহে, এই সময়ে আরাকাণী মগের রাজ্যজয় করিতে করিতে অসংখ্য যুদ্ধ-জাহাজ লইয়া বাকূল রাজ্যে উপনীত হইল। প্রতাপও সংবাদ প্রাপ্তিমাত্র সৈন্যদল সাজাইয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন। কয়েকটি খণ্ড যুদ্ধের পর মগগণ রণে ভঙ্গদিয়া প্রতাপ ও কন্দপের সহিত সন্ধি করিল। কারণ, এষ্ট সময়ে মগদিগের সহিত ফিরিঙ্গি দলের বিষম বিবাদ চলিয়াছিল। প্রতাপ ও এ সুযোগ পরিত্যাগ করিলেন না। মগ ও ফিরিঙ্গি উভয় শত্র দলবদ্ধ থাকিলে তাহাদের সহিত আঁটিয়া উঠা দুষ্কর। ভেদ-নীতি ব্যতীত এ ক্ষেত্রে সফলতার প্রত্যাশা নাই ; এইজন্ত মগরাজের সহিত সন্ধি-সুত্রে বন্ধুত্ব করিয়া ফিরিঙ্গি দস্থ্যদিগকে দমন করাই ভুঞ রাজদ্বয়ের উদ্দেশ্য হইল। তখন পটুগীজ ফিরিঙ্গিগণের বিরুদ্ধে উভয় পক্ষে পরস্পর সাহায্য করিবেন, এইরূপ পরামর্শ স্থির চটয়া গেল। মগরাজ সন্ধির পর স্বদেশে প্রত্যাবর্তন করিলে, প্রতাপও রাজধানীতে ফিরিলেন । এই সময়ে তিনি বামুকিগোত্রীয় সেন নরপতিগণের হস্ত হইতে কয়েকট পরগণ অধিকার করিয়া লন, সে কথা আমরা পরে বলিয়াছি। এই সময়ে চাকসিরিতে সত্বরতার সহিত দুর্গ নিৰ্ম্মিত হইতেছিল। রাজ্য রক্ষণকল্পে সে দুর্গ তাহার হস্তগত থাকা যে কত প্রয়োজনীয়, প্রতাপাদিত্য তাহা বিশেষরূপ বুঝিলেন তাহার খুল্লতাত পুত্ৰগণের প্ররোচনায় এই স্থান তাহাকে না দিবাব কল্পনা করিয়া প্রতাপাদিত্যের ভবিষ্যৎ উদ্দেশ্ব কি ভাবে ব্যর্থ করিয়া দিবার আয়োজন করিয়৷ ছিলেন, তাহাও বুঝিয়া লইলেন। যিনি বঙ্গের স্বাধীনতালাভের পথে অস্তবায়, যিনিই হউন না কেন, তিনি যে প্রতাপের পরমশত্ৰু, তাহা বুঝিয় তিনি আশ্বস্ত হইলেন। এই সময়ে ( ১৫৯৬) হঠাৎ কন্দৰ্প নারায়ণের মৃত্যু ঘটিল । তাহার পুত্ৰ রামচন্দ্র তখন মাত্র ৬ বৎসর বয়স্ক। রাণী পুত্রেব অভিভাবিকাস্বরূপ বাকূল৷ শাসন করিতে লাগিলেন। তবে গুরুতর বিষয়ে তিনি প্রতাপাদিতোর পরামর্শ লইতেন । রামচন্ধের বিবাহ হয় নাই বটে, কিন্তু তখন হইতে উভয় পক্ষের আত্মীয়তা ও সৌজন্সের বিনিময় হইতেছিল। বাকূল রাজ্য স্বাধিকার-ভুক্ত করিবার করন প্রতাপাদিত্যের ছিল, এমন কলঙ্কও তাহার নামে আছে।