నీ:ఉ যশোহর-খুলনার ইতিহাস মতলব করিয়া তিনি অকস্মাৎ বাকৃলা রাজ্যের উপর পতিত হইলেন এবং অনাত্বাসে অধিকার করিয়া লইলেন, কারণ তথাকার রাজা তখন দেশে ছিলেন ন! এবং তিনি তখনও অল্পবয়স্ক।”• সম্ভবতঃ সঙ্গীপের যুদ্ধকালে পূর্ববর্তী সন্ধি অনুসারে বাক্ল বা যশোহর হইতে কোন ও সাহায্য না পাইয়। আরাকাণ-রাজ অত্যন্ত ক্রুদ্ধ হইয়৷ সৰ্ব্বপ্রথমে বাকৃলার সমুদ্রকূলবৰ্ত্তী কতকাংশ জয় করিয়া লইয়াছিলেন এবং প্রতাপের রাজ্যাক্রমণের উপক্রম করিতে ছিলেন। এমন সময়ে রামচন্দ্র রাজধানীতে ফিরিয়া আসিলে, সমুদ্র-সংলগ্ন কতকাংশ আরাকাণ-রাজকে দিয়া সন্ধি করা হয়, তখন হইতে ঐ সকল স্থানে মগের আসিয়া বসতি আরম্ভ করে। বিশেষতঃ এবার রামচন্দ্র শ্বশুরের শত্র হক্টয় তাহার রাজ্য আক্রমণ করিবার জন্ত মগরাজকে উত্তেজিত করেন এবং সম্ভবত: এজন্ত তাহাকে সাহায্য দিতে উদ্যোগী হন । এই সময়ে যশোহরে কার্ভালোর আগমন ও তাহার কারারোধ ঘটে, সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি। আত্মরক্ষার জন্ত প্রতাপাদিত্যকে কিরূপ কৃটনীতির আশ্রয় লইতে হয়, তদ্ভিন্ন গত্যন্তর ছিল কি না, তাহ ঐ ঘটনা হইতে স্পষ্টতঃ বুঝা যায়। কুটনীতি কখনই ধৰ্ম্মাম্বুমোদিত না হটতে পারে, কিন্তু সকল সময়ে সব দেশেই দেখিতে পাওয়া যায়, রাজন্তবর্গের পক্ষে অবস্থাবিশেষে উহার শরণাপন্ন হওয়া ভিন্ন উপায়ান্তর থাকে না । রামচন্দ্র বীরপুরুষ ছিলেন। ঘটকদিগের মুখে তাহার বীরত্বের প্রশংসা আর ধরে না। উক্ত ঘটনার কয়েক বৎসর পরে যখন তিনি প্রাপ্ত-বয়স্ক হন, তখন ভুলুরাধিপতি দুৰ্দ্ধান্ত লক্ষ্মণ মাণিক্যকে স্ববলে ধরিয়া আনিয়া মাধবপাশায় কারারুদ্ধ করিয়া রাখেন। চিরকালই জানিতাম, বীরের মর্য্যাদা বীরপুরুষেই জানেন ; কিন্তু রামচন্দ্র তাহ জানিতেন না। র্তাহার বীরত্বে কোন মার্জিত উদারতার পরিচয় পাই নাই, নতুবা রাম লক্ষ্মণে সম্প্রীতি সংস্থাপিত হইলে, উভয়েরই
- Du-Jarric tells us “The King of Arracan was proud of having taken the island of Sandwip from the Portuguese : and desiring now to pursue his design of conquering all the Kingdoms of Bengal, he s threw himself upon that of Bucola, of which he possessd himself without difficulty as the King of it was absent and atill young.” Bakarganj (Beveridge) p. 34. “The King of Arracan added Sandwiva and kingdome of Baccala intended to annex Chandican to the rest of his conquest” Purcha's Pilgrims pt. IV. Book V. p. 314. "প্রতাপাদিত" উ ৭• পৃঃ।