পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামচন্দ্রের বিবাহ ৩২১ রাজশক্তিৰ গৌরব বাড়িত । দুঃখের বিষয়, কিছুদিন পরে রামচন্দ্র লক্ষ্মণ মাণিক্যকে বৃশংসের মত নিহত করিয়া স্বীয় কাপুরুষতারই পরিচয় দিয়াছিলেন । এ ঘটনা পরে ঘটিয়াছিল। কিন্তু পূৰ্ব্ব হইতেও তাঙ্গর প্রতি প্রতাপাদিত্যের বিরক্তি বা অশ্রদ্ধার কারণ ছিল । যশোহর হইতে পলায়ন করিয়া আসিবার পর, রামচন্দ্র বহুদিন মধ্যে বিবাহিত পত্নীর কোন সংবাদ লন নষ্ট এবং এমন কি, তাহার প্রেরিত পত্রবাহকের মুখেও কোন সংবাদ দেন নাই। অবশেষে বিমলা এক দুঃসাহসিক কাও করিলেন । বিবাহের চারি পাঁচ বৎসর পরে তিনি স্বামি-সন্নিধানে যাইবার জন্ত পিতার নিকট অভিলাষ জানাইলেন। প্রতাপাদিত্য জামাতার প্রতি বিরক্ত থাকিলেও কস্তার দুঃখে অত্যন্ত মর্শ্বাস্থত ছিলেন। বিশেষতঃ এ সময়ে তাহার জীবনের বেলা শেষ হইয়া আসিতেছিল; পূর্ণ যুবতী বাজ নন্দিনীর ভবিষ্যৎ ভাবিয়াও তিনি ব্যথিত হইতেছিলেন। তিনি কস্তার প্রস্তাবে সন্মতি দিলেন ; এমন কি, নিজেই উদ্যোগী হইয়া অপরিমিত ধন-রত্ন ও ভূমিবৃত্তি যৌতুকস্বরূপ দিয়া উপযুক্ত লোকজন ও সাজ-সরঞ্জাম সহ নৌকাযোগে কষ্ঠাকে পাঠাষ্টয়া দিলেন। ৫ উদ্বিগ্ন যশোহর-পুরী সাশ্রনেত্রে সে দৃপ্ত দেখিল । যদি রাজা রামচন্দ্র পত্নীকে প্রত্যাখান করেন, তাঙ্গ হইলে তাহার বা র্তাঙ্গার পিতার মুখ রাখিবার স্থান থাকিবে না ; এজন্য প্রকাঙ্গে সকলকে জানান হইল যে, রাজপুত্ৰী কাশী যাত্রা করিলেম। বাস্তবিকই যদি তিনি এবার স্বামী কর্তৃক গৃহীত না হক্টতেন, তাছা হইলে যশোহরে ফিরিয়া না আসিয়া কাশী যাইতে পারেন, এমন সমস্ত ব্যবস্থা স্থির ছিল। যথা সময়ে রাজপুত্রীর তরণী সমূহ মাধবপাশার সন্নিকটে আসির পৌছিল। বিমলার আশা ছিল, রাজা রামচন্দ্র সংবাদ শুনিবামাত্র তাঙ্গাকে গ্রহণ করিতে আসিবেন, কারণ তিনি ত স্বামীর চরণে কোন অপরাধ করেন নাই, স্বামীও ত তখন পর্য্যন্ত অন্ত বিবাহ করেন নাই। ঘটকের তাহাঁকে ‘মহামতি’ বলিয়া ব্যাখ্যাত করিয়াছেন। বিমলা আসিয়াছেন, সে সংবাদ রটিল ; কিন্তু সংবাদ পাইয়াও রামচন্দ্র তাহার কোন সংবাদ লইলেন না । মাধবপাশার অদূরে,দক্ষিণ পশ্চিম কোণে,

  • “Afterwards Pratapaditya relented and sent his daughter to Ram Chandra and the place where she landed, near Madhabpasha, is still called Badhu Mata Hat, or the Bride's Market, as a market was established there in her honour.” Bakarganj ( Beveridge ) p. 77. r -

BN