পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ՀԵ যশোহর-খুলনার ইতিহাস সমৃদ্ধিশোভা ছিল, তাহ যেন নিম্প্রভ হইয়া গিয়াছে ; বাস্তবিক কয়েক বৎসর হইতে বারংবার মোগল শত্রুর আক্রমণ ভয়ে যশোহর সমাজের প্রধান প্রধান সামাজিকগণ রাজধানীর উপকণ্ঠ পরিত্যাগ করিয়া, উত্তর দিকে ইছামতীর কূলে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে আশ্রয় লইতেছিলেন ; নীচজাতীয় লোকেরা আসিয়া র্তাগদের আবাসস্থানে বসতি করিতেছিল। শুধু তাহাই নহে, মানসিংহের আক্রমণের সময় হইতে বনশাহরে কেমন এক প্রাকৃতিক বিপৰ্য্যয় আরব্ধ হষ্টয়াছিল ; উহার ফলে দেশের শোভা ও স্বাস্থা ক্রমে বিলীন হইয়া যাইতেছিল। প্রতাপাদিতাও মানসিংহের বিরাট বাহিনীর নিকট পরাজিত ও নিগৃহীত হইয়া অকালে বাৰ্দ্ধক্য-দশায় সমুপস্থিত হইয়াছিলেন । এ নুতন কথা নহে, গত ইয়োরোপীয় তিন বৎসরব্যাপী মহাসমরের পর্ব জৰ্ম্মান সমাট কাইজার কিরূপে হঠাৎ পক্ককেশ বৃদ্ধ হইয় দাড়াইয়াছেন, তাহ অনেকেই জানেন। বিশেষতঃ প্রতাপ প্রধান সেনানীগণের পতনে এবং শঙ্করের মত বন্ধুর বিচ্ছেদে একান্ত কাতর ও উৎসাচীন হইয় পড়িতেছিলেন ; তাহার ফলে, উৎসাহ-উদ্দীপনা, আমোদ-প্রমোদ সবষ্ট দেশ ইষ্টতে অন্তৰ্ধান করিতেছিল। আর সকল লোকে দেশের এই পরিবর্তন ও দুরবস্থার জন্ত প্রকাশ্বে বা অন্তরালে কচুরায়কেই দায়ী সাব্যস্ত করিয়া অসংযত ভাষা প্রয়োগ করিত। সে সকল কথা শুনিতে বা বুঝিতে তাঙ্গর বাকী রহিল না। তিনি নিজেও দেশের দশা দেখিয়া স্বকৃত কার্য্যের জন্ত অনুতাপানলে দগ্ধ হইতেছিলেন । র্তাহার কোন সন্তানাদি ছিল না বা জীবনে কোন আশা ভরসা আসিল না । অবশেষে তিনি তিন চারি বৎসরের মধ্যে রাজ্যের প্রতি একেবারে বিরক্ত হইয় পড়িলেন, এবং কনিষ্ঠ ভ্ৰাত চাদ রায়কে ডাকিয় আনিয়া তাহার হস্তে রাজ্যভার সমর্পণ করিয়া, নিজে অাধারমাণিক গ্রামে গুরুগৃহে আশ্রয় লইলেন। তথায় তিনি শেষ জীবন কাটাইবার জন্ত নদীকূলে যে গড়বেষ্টিত আবাসঘাট নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহা ভাঙ্গিয় লষ্টয়া এক সময়ে নিকটে এক নীলকুঠি প্রস্তুত করিলেও, ৯ এখনও £ তাহার প্রকাণ্ড প্রকাও উচ্চ ভিট্ট এবং বিক্ষিপ্ত ইষ্টকরাশি পড়িয়া রহিয়াছে।

  • অ’iধার মাণিকের উত্তর পাৰে যে শীলকুঠি ছিল, তাহ হইতে ইট লইর রুদ্রপুরে ; বাবু সীতানাথ বন্ধ্যোপাধ্যায় মহাশয় নিজ বাটাতে ব্যবহার করেন। সীতানাথবাবুর পুত্র যতীন্দ্রনাথ এক্ষণে ব্যারিষ্টার ।