পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88ર যশোহর-খুলনার ইতিহাস রেল ষ্টেশনের নাম সামূনে গড় বা খামনগর। শুধু সেখানে নহে, বৰ্দ্ধমানের রাজা নলডাঙ্গায় আসিয়া দীর্ঘকাল গড়বেষ্টিত বাটতে বাস করিয়াছিলেন, সে কথা পূৰ্ব্বে বলিয়াছি। নদীয়ার কৃষ্ণচন্দ্র কঙ্কণাকারে নদী বেষ্টিত করিয়া শিবনিবাসে দুর্গ ও বাসস্থান নিৰ্ম্মাণ করেন। এই সময়ে চাঁচড়ার রাজা নীলকণ্ঠও আশ্রয়ের স্থান খুজিতেছিলেন। তখন তাহার দেওয়ান বাঘুটিয়া নিবাসী হরিরাম মিত্র স্বীয় কাৰ্য্যদক্ষতা ও চরিত্রগুণে রাজার প্রিয়পাত্র ছিলেন। রাজা তাহাকেই ভৈরবকুলে কোন দূরবর্তী স্থানে গড়বেষ্টিত রাজবাটী নিৰ্ম্মাণ করিবার আদেশ দিলেন । হরিরামের নিজেরও কোন পাক বসতিবাটী ছিল না। এজন্য রাজা স্বতঃপ্রবৃত্ত হইয় তাহাব নিজের জন্যও একটি বাড়ী প্রস্তুত করিতে বলিলেন। উভয় আদেশ সাতিশয় সত্বরতার সহিত প্রতিপালিত হইল। বাঘুটিয়ার কাছে বর্তমান অভয়ানগবে হরিরামের নিজের বাড়ী এবং আরও দূরবর্তী ধূলগ্রামে সুন্দর এক রাজবাট নিৰ্ম্মিত হইল। সে এক যুগ ছিল ; তখন দেব-মন্দিরই ছিল রাজবাটীর প্রধান সৌন্দর্য এবং দেব-বিগ্রহই ছিল তাঙ্গর প্রধান সম্পদ। ধূলগ্রামের বাটতে নদীতীরে সারি সারি দ্বাদশটি শিবমন্দির এবং অভয়ানগরে নদীর অদূবে এক প্রাঙ্গণের চারিধার বেষ্টন করিয়া একাদশটি শিব-মন্দির নিৰ্ম্মিত হইল । দেওয়ানের বাট বলিয়া মন্দিরের সংখ্যা একটি কম। ধূলগ্রামের বাটটি পাকা ও সুদৃঢ় প্রাচীরে বেষ্টিত ; উহার সুন্দর তোরণ দ্বার এখনও বর্তমান আছে। অভয়ানগরের বাটটির কাচ গাথুনি ছিল এবং উহা তেমন উচ্চ বা দৃঢ় প্রাচীরে বেষ্টিত ছিল না। উভয় বাটাই পরিখা-বেষ্টিত ; একদিকে ভৈরব নদ ও অন্ত তিন দিকে গড়খাই ছিল, এখনও তাহার খাত আছে। বাট নিৰ্ম্মাশের শেষ সময়ে রাজা আসিয়া উভয় ৰাট পরিদর্শন করিলেন এবং বলিয়া গেলেন যে, রাজাদিগের অস্থায়ী নিবাস তেমন ভাল হইবার প্রয়োজন নাই, অতএব দেওয়ান যেন ধূলগ্রামের বাটতে স্থায়ীভাবে বসতি করেন এবং রাজাদিগের জন্য অভয়ানগরের বাটই যথেষ্ট হইবে। দেশমৃদ্ধ লোকে আশ্রিতপালক রাজা বাহাদুরের উদারতা দেখিয় মোহিত হইল । *

  • ७३ इ३ यांtीक शिtनश विदब्र१ नtब्र क्tिठहि । অভয়ানগরে আসিবার জন্ত ৰেখানে DD DDDDB DDDD DD DD DD DDDDS BBB BB BD DDD DB BBB S পরবর্তী সময়ে দেওয়ান স্বরূপচন্দ্র মিত্র রাজঘাটে বাস কৰিছিলেন । -