পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস من^db সৈন্ত মধুমতী ও বারাসিয়া নদীর মধ্যবৰ্ত্তী ভূভাগে জঙ্গলের মধ্যে লুক্কায়িত ঋকিত, এবং হরিহরনগরের দিকে যাহাতে পীর খী ধাবিত হইতে না পারেন, তদিকে দৃষ্টি রাখিত। মধ্যে মধ্যে দুই একটি ক্ষুদ্র খণ্ড যুদ্ধ যে ন হইত, তাহা নহে ; তবে তাহার কোন ইতিবৃত্ত বা বিশেষত্ব নাই। অবশেষে একদিন বারাসিয়ার কুলে অকস্মাৎ উভয় সৈন্ত সন্মুখীন হইল, নদীর উচ্চ পাহাড় রক্তাক্ত করিয়া ভীষণ যুদ্ধ হইল। এই যুদ্ধে আৰু তোরাপ, স্বয়ং নিহত হন। তারিখ-বাঙ্গালী বা রিয়াজের অনুকরণ করিয়৷ ইয়ার্ট বলেন, আৰু তোরাপ যুদ্ধ করিতে আসেন নাই, মৃগয়ায় আসিয়া ছিলেন, সীতারামের লোকের তাহাকে পীর খ। মনে করিয়া ভ্রমক্রমে নিহত করিয়া ফেলিয়াছিল । * একথা বিশ্বাস করি না ; বারাসিয়ার তীরভূমি এমন কিছু মৃগয়ার জায়গা নহে এবং যেখানে মাঝে মাঝে বিরোধ ঘটিতেছিল, সেখানে বেশী লোকজন সঙ্গে না লইয়া আবু তোরাপ যে বাহির হইয়াছিলেন, এমন বোধ হয় না। রীতিমতই যুদ্ধ হইয়াছিল ; সে যুদ্ধে তিনি একাকী নহেন, উভয় পক্ষের ৫৬ শত লোক মৃত্যুমুখে পতিত হইয়াছিল। এই যুদ্ধের ফলে সীতারাম ভূষণ দখল করিয়া লইয়াছিলেন। ফৌজদারের নিতান্ত মৃগয়ায় যাওয়ার ব্যাপার হইলে, এত সহজে সুরক্ষিত ভূষণ দুর্গ অধিকৃত হইত না। আধু তোরাপকে প্রাণে মারা সীতারামের অভিপ্রেত না হইতে পারে, কিন্তু যখন সেনাপতি রামরূপ র্তাহাকে নিহত করেন, তখন সীতারাম পদস্থ বীরের প্রকৃত সন্মান রক্ষা করিয়াছিলেন ; যুদ্ধান্তে র্তাহারই ব্যবস্থায় আৰু তোরাপের মৃতদেহ ভূষণায় লইয়া যথোচিত সমাদরে সমাহিত করা হয়। যুদ্ধক্ষেত্রে যে বন্ধ সংখ্যক মুসলমান হভ হয়, তাহাদিগেরও সমাধির ব্যবস্থা সেই স্থানে হইয়াছিল। বারাসিয়ার তীরে এখনও যুদ্ধ ক্ষেত্রের স্থান প্রদর্শিত হয়। { বঙ্কিমচন্ত্র লিখিয়া গিয়াছেন “ভূষণ দখল হইল। যুদ্ধে সীতারামের জয় হইল। তোরাব, খ * * ৬ মারা পড়িলেন। সে সকল ঐতিহাসিক

  • Reaz, p, at 6, Stewart's History of Bengal (Bengbasi Edition) p. 433. S DDDD BBBBBBB SBB BB DASgg DBBBB DDD DDDBBS DDDBB ५क गधादिङ नमाथिइ कब्रा श्ब्र। उाइlप्लब ममा-िपप्सब पाषाणष अञ्चाणि बाग्लागि’

সীতীয়ে বিভমান আছে"। সাঁতারাম, এম সং, ১৬৭ পৃষ্ঠা।