মোগল-সংঘর্ষ @boጫ কথা। কাজেই আমাদের কাছে ছোট কথা।" • উপন্যাসিকের কাছে উহ ছোট কথা হইতে পারে, কিন্তু ঐতিহাসিকের নিকট উছা বড় কথা ; আর ঐ ছোট কথার অস্থিমজ্জা না হইলে উপন্যাসের বিপুল বপুঃ গড়িয়া উঠিতে পারিত না। স্থানে স্থানে ঐ অস্থিমজ্জাকে বিকৃত করিয়া ঔপন্যাসিক নিজের হাতের গড়া মানুষটিকে যে বদলাইয়া ফেলিয়াছেন, তজ্জন্ত সনাক্তদারগণ আপত্তি উত্থাপন করিবার অধিকার রাখে। সীতারাম ভূষণ তৃর্ণ দখল করিয়া স্বয়ং তথায় অবস্থান করিলেন, মহম্মদপুরের ভার প্রাধান সেনাপতি রামরূপের উপর প্রদত্ত হইল । অন্যান্য সেনানীরা বিভক্ত হইয়া উভয় স্থানে এবং মধুমতী নদীর পাহারার রছিলেন। আবু তোরাপের হত্য বা ভূষণ বেদখল হইয়া যাওয়া মোগল স্ববাদাব কিছুতেই সহ করিবেন না ; স্বতরাং এইবার মোগলের সঙ্গে প্রকাশু সমর বাধিবে, তাহা সকলে জানিতেন। এই জন্য সীতারাম ও তাছার সেনানীবৃন্দ নানাভাবে সৈন্ত সংখ্যা বৃদ্ধি ও গুলি বারুদ প্রভৃতি সরঞ্জাম সংগ্রহের বিপুল ব্যবস্থা করিতে লাগিলেন। এই সময়ে “মুসলমান ইতিহাস-লেখক তাহাকে (সীতারামকে) যেরূপ ভীত ও আতঙ্কযুক্ত বলিয়া বর্ণনা করিয়া গিয়াছেন, তিনি সেরূপ ভীত হইলে অবগুই সন্ধি-স্থাপনের আয়োজন করিতেন। মুসলমানকে কর প্রদান করিতে সম্মত হইলে সকল বিবাদ মিটিয়া যাইত ; রাজ্য থাকিত, রাজদুর্গ থাকিত, রাজশক্তি অব্যাহত ভাবে সীতারামের গৌরব ঘোষণা করিত ; এবং হয়ত আজিও মহম্মদপুরের রাজপ্রাসাদে প্রভাতে সায়াহ্নে সশস্ত্র দ্বাররক্ষিগণ সীতারামের বংশধরদিগকে মহারাজ, রাজা বা নিতান্তু পক্ষে রীর বাহাদুর বলিয়া অভিবাদন করিবার অবসর পাইত। একটু পদানত ইষ্টলে, একটু ক্ষমা ভিক্ষা করিলে, একটু অধীনতা স্বীকার করিলে হাস্যময়ী পুরী এমন.শ্বশান-ভূমিতে পরিণত হইত না । যিনি স্বহস্তে বিস্তৃত রাজ্য গঠন করিয়া বাহুবলে সেই রাজ্য শাসন করিতেন, তিনি ষে এতটুকু বুঝিতেন না, তাহ কে বিশ্বাস করিবে ? • বঙ্কিমচন্ত্রের “সীতারাম" ৩য় খণ্ড, ১ম পরিচ্ছেদ । BB BBB DDBB BDDB DD uD DDBBS DDD DDD BBDDDDD নিরাপদ-বাসের জঙ্ক একটি গুপ্ত বাটা নিৰ্ম্মাণ করিতেছিলেন। একটি দীঘি ও ভূপ্রোধিত कधक इंप्रै छैiणिब्र नाञ्ज १४न७८ग ८sछेाब्र निमर्नन ब्रांशिप्राप्इ । इनिीब्र cणाप्क गैौफाब्रांtबद्र বাটীর রব্যাদি স্পর্শ করিতে এখনও ভয় করে।
পাতা:যশোহর-খুল্নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৫
অবয়ব