পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল-সংঘর্ষ 6:br፭ না করেন, কাহারও জমিদারীর মধ্যদিয়া যেন সেই মোগলশক্ৰ পলায়ন করিতে না পারে, কেহ তাহাকে পলায়ন করিতে দিলে তাহার জমিদারী বাজেয়াপ্ত ও তাহাকে সৰ্ব্বস্বাস্ত করা হইবে। • জমিদার পীড়নকারী মুর্শিদকুলিকে সকলে চিনিতেন, তাহার কড় হুকুম পাইয়া সকল জমিদার কম্পান্বিত হইলেন। হিন্দুরাজত্বের কল্পনা নিমেষে উড়িয়া গেল। বিশেষতঃ নলডাঙ্গার রাজ রামদেব সীতারামের সঙ্গে সন্ধি করিয়াছিলেন বলিয়া নবাব আরক্ত-নয়ন হইলেন। রামদেব এবার ফাফরে পড়িলেন ; তিনি উচ্চবাচ্য না করিয়া আত্মরক্ষার জন্ত যথাশক্তি বল সঞ্চয় করিয়া অপক্ষপাত ভাবে প্রস্তুত থাকিলেন। এমন কত জমিদার যে মোগলের ভযে সীতারামের বিরুদ্ধাচারী, অগত্যা নিস্ক্রিয় হইয়া বসিলেন, তাহা বলিবার নষ্ঠে । বাঙ্গালী জাস্তির পতন এইভাবে হইয়াছে। বাঙ্গালীতে শত্রপক্ষে সাহায্য না করিলে কোন যুগেই বাঙ্গালার স্বাতন্ত্র্য রক্ষা দুঃসাধ্য হইত না। কন্তিত বৃক্ষ সত্যই কুঠারকে সম্বোধন করিয়া বলিতে পারে মে তাহার স্বজাতীয় ভ্রাতা অর্থাৎ কাষ্ঠখণ্ড কুঠারের পশ্চাতে সংলগ্ন না হইলে, কুঠার কখনও বৃক্ষছেদন করিতে পারিত না। কুলি থার কড়া হুকুম শুনিয়া অনেক জমিদার তদুত্তরে কাকুতি মিনতি জানাইলেন। সীতারাম তাহাতে বিচলিত হইলেন না । তিনি অগ্রসর হইয়। যেখানে আসিয়া পৌছিয়াছেন, আত্মসন্ত্রম লইয়া আর পিছাইবার উপায় নাই । সুতরাং পরিণাম চিন্তা করিয়া, সৰ্ব্বস্ব পণ করিয়া, যুদ্ধের জন্য ও মৃত্যুর জন্য প্রস্তুত হইলেন । হয়ত তিনি যখন সহজে নানামতে রাজ্যজয় করিতেছিলেন, তখন তাহার এতদূর কঠোর প্রতিজ্ঞ ছিল না। অবস্থার গতিকে তেজস্ব ব্যক্তিকে উগ্রতপস্বী করিয়া তুলে। বঙ্কিম বাবুর নভেল হইতে দেখি, এই সঙ্কট সময়ে সীতারাম চিত্ত বিশ্রামের প্রেম-বিলাসে মত্ত থাকায়, তাহার সৈন্ত সামস্ত লোকজন সময় বুঝিয়া সব সরিয়া পড়িল, অবশেষে মোগলেরা আসিয়া অনায়াসে তাহার গ্রাস-কবলিত রাজ্য

  • “The Nowab issued mandates to the Zamindars of the environs

insisting on their not suffering Sitaram to escape accross the frontiers of any *, not only he would be ousted from his Zamindari, but be punished.” Reaz p. 266.