পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 যশোহর-খুলনার ইতিহাস । কয়েকটি সহর কোথায় ছিল এবং ইহাদের প্রকৃত নাম কি। গ্রীক ও পটুগীজ প্রভৃতি বৈদেশিকগণ এদেশীয় স্থানের নামকে এত বিকৃত করিয়াছেন যে র্তাহাদের বর্ণনা দেখিয়া সহজে কোন প্রকৃত স্থান নির্দেশ করা দুষ্কর হইয়া পড়ে। প্যাককুলি বা পেচাকুলি একই কথা ; পেচাকুলি চব্বিশপরগণা জেলার চব্বিশটি পরগণার মধ্যে অন্ততম | ১৭৫৭ খৃষ্টাব্দে এই পরগণাগুলি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি নবাব মীরজাফর থার নিকট হইতে জমিদারীস্বরূপ প্রাপ্ত হন। মীরজাফরের প্রদত্ত সনন্দের অনুবাদের পেচকুলি ইংরাজীতে বিকৃত হইয়া Patcha kolla হইয়াছে।* পেচকুলি পরগণা প্রথমতঃ সেলিমাবাদ সরকারের অন্তর্গত ছিল। মীরজাফরের প্রদত্ত পরগণার পরোয়ণ একবৎসর পরে বাদসাহের সনন্দে পরিণত হয় ; তদনুসারে কোম্পানি যে সাতাইশ মহল পাইয়াছিলেন, তাহাতে পেচকুলির উল্লেখ আছে। + বর্তমানে এই পেচকুলি ডায়মণ্ড হারবার সবডিভিসনের অধীন, ইহার মধ্যে প্রধান প্রধান স্থান চাদপাল, রাজারামপুর, ফলত প্রভৃতি ; ; ফলত ভাগীরথীর উপর, ইহা ইংরাজ আমলেও একটি প্রধান স্থান হইয়াছিল। ইহাই সম্ভবতঃ পূৰ্ব্বকালে পেচাকুলি ছিল। কুইপিটা ভাজ যে খলিফাতাবাদ তাহাতে সন্দেহ নাই । খলিফাত হইতে কুইপিট এবং আবাদ হইতে “আভাজ হইয়াছে। ভ্যানডেন ক্রকের } কুইপিটাভাজ, পাঠান আমলের খালিফাতাবাদ ও বর্তমান বাগেরহাট একই স্থান বুঝাইতেছে। সমুদ্র হইতে উঠিয়া গেলে জনপদের সীমান্তে এই স্থান এক কালে পাঠানদিগের একটি প্রধান কেন্দ্র ছিল। খী জাহান আলির ইতিহাসে খলিফতাবাদের বিশেষ বিবরণ প্রদত্ত হইবে । মেঘনার মোহানায় দক্ষিণ সাহাবাজপুর এক্ষণে যেরূপ দক্ষিণে ও পশ্চিমে বহুদূর বিস্তৃত হইয়া পড়িয়াছে, পূৰ্ব্বে এরূপ ছিল না । রেণেল, মার্টিন ও রিচার্ডস Collection of Treaties &. (1812) Fifth Report from the Select Committee of the House of Cowfons, ঐতিহাসিক চিত্র, চৈত্র, ১৩১১ সাল । ৩৫২ পৃঃ Khulha Gzetteer P. 29 Van Den Broucke's Map of 166o.