পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈন বৌদ্ধ যুগ। }\షి ইতিহাস সঙ্কলিত হইতেছিল, তখন বঙ্গদেশ ব্রাহ্মণশূন্য অনাৰ্য্যভূমি ।”* র্তাহার মতে খৃষ্টের ছয় শত বৎসর পূৰ্ব্বে বা তদ্বৎ কোন কালে এদেশে প্রকৃতভাবে আর্য্যজাতির অধিকার বিস্তৃত হইয়াছিল। এই আর্য্যাধিকারের পূৰ্ব্বে পুণ্ড প্রভৃতি অনাৰ্য্যজাতিগণ সমুদ্র কূলবৰ্ত্তী বঙ্গের অধিবাসী ছিল। এখনও সমুদ্রকুল হইতে আরম্ভ করিয়া উত্তরে পদ্ম পৰ্য্যন্ত প্রদেশে বহুসংখ্যক পড়া বা পোদ জাতীয়ের বাস আছে। পড়া বা পোদ পুণ্ডশন্ধের অপভাষা। ইহা ব্যতীত চণ্ডাল বা চান্দালগণ বরেন্দ্র হইতে আসিয়া উপবঙ্গের নানা স্থানে বসতি করিয়াছে। তাহার এক্ষণে নমঃশূদ্র বলিয়া আত্মপরিচয় দেয়। যশোহর খুলনায় বহুসংখ্যক নমঃপূদ্রের বাস। বাছাড় নামক ইহাদের এক থাক আছে। খুলনার দক্ষিণাংশে বাছাড়ের ধনধান্যে বিশেষ সঙ্গতিসম্পন্ন। ইহাদের ব্যবহার্ষ্য দক্ষিণদেশীয় এক প্রকার শক্ত নাতিদীর্ঘ নৌকাকে বাছাড়ী নৌকা বলে। খুলনার সর্বদা জিনিসপত্র বহন করিবার জন্য এই বাছাড়ী নৌকার চলন আছে। যশোহর জেলায় পড়া বা খুলনায় দক্ষিণাংশে পোন, চণ্ডাল, বাগদি প্রভৃতি বহুজাতি বাস করে। ইহারাই এ মণ্ডলের আদিম অনাৰ্য্য অধিবাসী। ইহার লবণাক্ত জলাভূমিতে স্বাস্থ্য রক্ষা করিয়া বাস করিতে সক্ষম । খৃঃ পূঃ ষষ্ঠ শতাব্দীতে যৌধেয় বা যাদব জাতি বঙ্গাধিকার করে। অশোকের শিলালিপিতে যৌধেয় ও রাষ্ট্রকূট জাতির উল্লেখ আছে। সম্ভবতঃ বহু রাষ্ট্রকূট জাতি যে অংশে বাস করে, তাহারই নাম হয় রাঢ় বা লাড়। প্রাচীন জৈন গ্রন্থে ইহার উল্লেখ আছে। } মৌর্য্য চন্দ্রগুপ্তের সময়ে গ্রীকদূত মেগাস্থিনিস তাহার রাজসভায় ছিলেন। তিনি স্বকীয় বিবরণীতে গঙ্গারিডি রাজ্যের উল্লেখ করিয়া গিয়াছেন। সম্ভবতঃ এই গঙ্গারিডি গঙ্গারাষ্ট্র বা গঙ্গারাঢ়ী শব্দেঃ বিস্কৃতি মাত্র। মেগাস্থিনিস বলিয়াছেন, গঙ্গারাঢ়ীদিগের হস্তিসৈন্যের ভয়ে অনা রাজগণ তাগিকে আক্রমণ করিজে ন। তিনি ইহাও লিখিছেন যে, স্বয়ং সৰ্ব্বজয়ী আলেকজেণ্ডার গান্ধীরে উপনীত হইয়া গঙ্গারাঢ়ীদিগের প্রতাপ শুনিয়া সেইখন ইত্তে প্রশ্ন • বঙ্গদর্শন, ১৮,"ঙ্গে ব্ৰাদ্ধশাধিকার" শীর্ষক প্রথম প্রবন্ধ। * वाऽब्रव एज ***,"cश्रोफ़्ग़ाजबाब" •वधूः ब्रहेग्न } સ્વર