পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খt জাহান আলী। ఇbrs অন্ততঃ ২-বৎসর লাগিয়াছিল, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। ইহার পূৰ্ব্বে পয়গ্রাম কসবায় তাহার রাজধানী অন্ততঃ ১০ বৎসর কাল ছিল। তৎপূৰ্ব্বে সুন্দরবনের নানা স্থান আবাদ করা এবং যশোহর ও বারবাজারে অধিষ্ঠান করা প্রভৃতি কারণে ১০১২ বৎসরের কম হয় নাই। ইহা হইতে মোটামুটি দেখা যাইতেছে যে ৫৯ বৎসর কাল অতিরিক্ত গণনা নহে। _ পঞ্চমতঃ খ জাহান সাহ জালাল প্রভৃতি দরবেশের মত সাধু চরিত্র ছিলেন ; কিন্তু তিনি ঠিক তাহদের মত কেবলমাত্র ধৰ্ম্মপ্রচারার্থ শিষ্যপরিবৃত হইয়া আসেন নাই। র্তাহার সহিত সৈন্যসামন্ত লোকলস্কর ধনদৌলত সকলই ছিল, তিনি রাষ্ট্রবিজয়ী সেনাপতির মত বীর প্রতাপে রাজ্য জয় করিতে করিতে কীৰ্ত্তিচিহ্ন রাথিতে রাখিতে অগ্রসর হইতেছিলেন ; তাহার কার্য্যগণ্ডী যশোহর হইতে চট্টগ্রাম পৰ্য্যস্ত বিস্তৃত ছিল। ইহা দেখিয়াও র্তাহাকে খাজা জাহানের মত পদস্থ ও ক্ষমতাশালী শাসন কৰ্ত্তা বলিয়া বোধ হয়। বঙ্গে বা গৌড় রাজ্যে তখন যতই অরাজকতা বা গণ্ডগোল থাকুক, জৌনপুরের সুবিখ্যাত খাজা জাহান ব্যতীত অন্ত কোন ব্যক্তিকে তেমন বিনারক্তপাতে দেশমধ্যে প্রবেশ করিতে হইত না, ইহা নিশ্চিত। যাহা হউক, আমরা যতদূর বুঝিতে পারিতেছি, তাহাতে জৌনপুরের শাসন কৰ্ত্ত খাজা জাহান ও যশোহর-খুলনার খাঁ জাহানালী একব্যক্তি। প্রবাদ এই—হিন্দু মুসলমান ঘটিত কোন গুরুতর বিবাদের মীমাংসা জন্য তিনি সসৈন্তে বঙ্গে আসেন। আসিতে র্তাহার অনেক দিন লগিয়াছিল। গঙ্গাপার হইয়া নদীয়ার মধ্যদিয়া ভৈরবের কুল দিয়া তিনি প্রথম বারবাজারে উপনীত হন। হয়ত তৎসন্নিকটেই তাহার কার্য্য ছিল এবং সেখানে থাকিয়া সেই কাৰ্য্যের মীমাংস করেন। এই বারবাজারেই তাহার কৰ্ম্মক্ষেত্রের দ্বার উদঘাটিত হয়। চতুর্থ পরিচ্ছেদ—র্থ। জাহানের কার্য্যকাহিনী । খ। জাহান আলী কে, তাহা আমরা পূৰ্ব্ব পরিচ্ছেদে আলোচনা করিয়াছি। আমাদের অনুমানের পরিপোষণ জন্ত কতকগুলি প্রমাণও দিয়াছি। তিনি

  • অদ্য কেহ কেন্থও এইরূপ মনে করিয়াছেন। ব্লকম্যানের অনুমানের কথা পূর্বে উল্লেখ कब्रिग्नांश् िगल्लौक्लिब, ५७२०, छांश, वेrमांछांशत्रलेन इद् णिशिठ “थांबांशन” अबक बड़ेश।

won