পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w)3e যশোহর-খুলনার ইতিহাস । সে লিপির মৰ্ম্মার্থ এই যে উক্ত মসজিদ মামুদ সাহের রাজত্বকালে খাজা জাহান নামধেয় এক খা কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল । * উহাতে যে তারিখ আছে, তাহা ১৪৫৯ খৃষ্টাব্দের ১৩ই জুন বলিয়া স্থিরীকৃত হইয়াছে। এখানে দেখা যাইতেছে র্থ জাহান বঙ্গেশ্বর মামুদ সাহের নামোল্লেখ করিয়াছেন, সুতরাং তিনি তাহার বিরুদ্ধাচারী ছিলেন বলিয়া মনে হয় না । তৃতীয়তঃ নাসির উদ্দীন মহম্মদ সাহের ৪৫৮ হিজরী বা ১৪৫৪ খৃষ্টাব্দে অঙ্কিত একটি মুদ্রায় প্রথম আমরা মধুমতীর কূলবৰ্ত্তী মামুদাবাদের উল্লেখ পাই। সুতরাং মামুদসাহই উক্ত মামুদাবাদ প্রতিষ্ঠিত করেন, ইহা অনুমিত হইতে পারে : মুতরাং এতদঞ্চলে মামুদসাহের রাজ্য ছিল। চতুর্থতঃ মামুদসাহের পর তৎপুত্র বাৰ্ব্বাক সাহ বঙ্গেশ্বর হন। মুন্দর বনের মধ্যে, বরিশালের অন্তর্গত পটুয়াখালি সব, ডিভিসনে মসজিদবাড়ী নামক স্থানে একটা প্রাচীন ইষ্টকনিৰ্ম্মিত মসজিদ আছে। উহাতে যে একখানি পারস্তলিপি ছিল, তাহা এক্ষণে এসিয়াটিক সোসাইটিতে রক্ষিত হইয়াছে। ঐ লিপির মৰ্ম্ম এই “ঈশ্বরের প্রতিনিধি বলিয়াছেন, যিনি একটি মসজিদ নিৰ্ম্মাণ করিবেন ঈশ্বর তাহার জন্ত ৭০টি রাজপ্রাসাদ নিঃাণ করিয়া দিবেন। এই মসজিদ মুলতান মামুদপাঙ্গের পুত্ৰ, ধৰ্ম্ম ও রাজ্যের স্তন্তস্বরূপ আবুল মুজঃফর বাৰ্ব্বাক সাহের রাজত্বকালে, ৪৭ হিজরীতে (১৪৬৫ খৃষ্টাব্দ ), মুয়াজ্জম উজিল খা দ্বারা নিৰ্ম্মিত হয়।” ; মুতরাং খালিফাতাবাদের পূর্বাঞ্চলও যে বাৰ্ব্বাকসাহের শাসনাধীন ছিল, তাহাতে সন্দেহ নাই। খ। জাহানের মৃত্যুর পর, খালিফাতাবাদ রাজ্য খাঁ জাহানের কোন সুযোগ্য অনুচরের হস্তে শাসনার্থ প্রদত্ত হইয়াছিল। র্তাহার অনুচরবর্গের মধ্যে অনেকে বহুদিন পর্য্যন্ত জীবিত থাকিয় তাহার প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। এখন পৰ্য্যন্ত ফকিরের বংশানুক্রমে র্থ জাহানের সমাধি-গৃহের তত্ত্বাবধান করিতেছেন এবং তজ্জন্ত যথেষ্ট পরিমাণ ভূমিবৃত্তি ভোগদখল করিতেছেন।

  • H. Blochmann. Notes on Arabic and Persian Inscriptions, J. A. S. B. Part [ pp. 107-8.

+ Indiam Museum catalogue Vol. II p. 164 ; Jessore Gazetteer p. 25. J. A. S. B. (1860) Vol. IV. p. 406. Beveridge's History of Bakarganj p. 39. i.