পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8b- যশোহর-খুলনার ইতিহাস । চাদপাড়া’ নামে একটি গ্রাম আছে। এইস্থানে সুবুদ্ধিরায় নামক একজন সমৃদ্ধ জমিদার বাস করিতেন। কথিত আছে নবাব সরকারে প্রবেশ লাভের পূৰ্ব্বে হুসেন এই স্ববুদ্ধিরায়ের বাড়ীতে কৰ্ম্মচারী ছিলেন। একদা স্ববুদ্ধি একটি দীঘি খনন করিতেছিলেন, উহার তত্ত্বাবধানকৰ্ম্মে তিনি যুবক হুসেনকে নিযুক্ত করেন এবং পরে কোন দোষ পাইয় তাহাকে চাবুক মারিয়াছিলেন। * হুসেন গৌড়েশ্বর হওয়ার পরে, পূৰ্ব্ব প্রভু স্ববুদ্ধিরায়কে চাদপাড়া গ্রাম দান করিয়াছিলেন ; যবনের দান লইতে সুবুদ্ধি রায় অস্বীকৃত হইলে, হুসেনই উহার এক আন মাত্র কর ধার্য্য করিয়া দেন। তদবধি ঐ গ্রামের নাম হইয়াছে, এক আন চাঁদপাড়া। হুসেন তাহার পৃষ্ঠদেশে চাবুকের কথা গুপ্ত রাখিয়াছিলেন। তিনি রাজা হইলে কোন সময়ে তাহার স্ত্রী তাঙ্গ দেখিতে পান। তখন স্ত্রীর প্ররোচনায় হুসেন স্ববুদ্ধিরায়কে জাতিচু্যত করিয়াছিলেন। হুসেন চাদপুরে কাজির কন্যা বিবাহ করেন এবং পরে চাদপাড়ায় স্ববুদ্ধিরায়ের চাকরী করেন। কেহ কেহ ইহা হইতে চাদপুর ও চাদপাড়া অভিন্ন গ্রাম বলিয়া স্থির করিয়াছেন ; এজষ্ঠ কাজির কন্যার নিকট চাবুকের ব্যাপারটা অনেকদিন পরে জানিতে পারা একটা অস্বাভাবিক ঘটনা হইয়াছে। & বাস্তবিক চাদপুর ও চাদপাড়া এক গ্রাম নহে। চাদপুর খুলনা জেলায় এবং চাদপাড়া মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। হয়ত চাদপাড়া গ্রামে চাদপুরের কাজিদিগের কোন পরিচয়স্থত্রে, হুসেন তথায় যাইতে পারেন। তথা হইতে তিনি গৌড়ে উপস্থিত হন । সৈয়দ বংশীয়দিগের রাজত্বকালেই তিনি রাজসরকারে প্রবেশ করেন। ভাগ্য ও প্রতিভার পথ সৰ্ব্বত্রই উন্মুক্ত থাকে। তাই গোপালননিরত নগণ্য বালক স্বীয় প্রতিভাবলে একদিন গৌড়ের রাজতক্তে উপবিষ্ট হইয়া বিশাল বস্তীর্ণ রাজ্য রামরাজ্যের মত শাসন করিয়াছিলেন। সে রাজ্য শুধু বঙ্গে “পূৰ্ব্বে যবে স্ববুদ্ধি রায় ছিল গৌড় অধিকারী সৈয়দ হুসেন খা করে তাহার চাকরী । দীঘি খোদাইতে তারে মনসীব কৈল, - ছিদ্র পাঞ রায় ভাৱে চাবুক মারিল।” চৈতন্থ চরিতামৃত, মধ্যলীলা। স্ববুদ্ধিরায় গোঁড়াধিপ ছিলেন না ; "গৌড় অধিকারী” পাঠ বোধ হয় ঠিক নহে। রায়সার্ধে দীনেশচন্দ্র সেন মহাশয়ের নিকট যে ২-৩ বৎসরের অধিক প্রাচীন পুথি আছ, তাহাতে গোঁড় শৰ নাই। “বঙ্গভাষা ও সাহিত্য” ৩৮৬ খৃঃ।