পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রূপসনাতন । °8ö সীমাবদ্ধ ছিল না, উহা বেহার, উড়িষ্যা, আসাম ও আরাকাণ পৰ্য্যন্ত বিস্তৃত হইয়াছিল—সৰ্ব্বত্রই প্রজার তাহার দুৰ্দ্ধৰ্ষ পরাক্রম, উদার শাসনপ্রণালী এবং উচ্চ হৃদয়ের পরিচয় পাইত। এই বিখ্যাত নরপতির বাল্যলীলাভূমিরূপে খুলনার কিছু গৌরব করিবার আছে। উহাই আমরা এখানে আলোচনা করিয়াছি, নতুবা তাহার রাজত্বের বিস্তৃতবিবরণী প্রদান করা এখানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক । অষ্টম পরিচ্ছেদ--রূপসনাতন । ভারতবর্ষের অন্যান্ত প্রদেশের মত বঙ্গেরও একটা বিশেষত্ব আছে। মহা রাষ্ট্রের বিশেষত্ব শিবাজী, রাজপুতনার বিশেষত্ব বীরত্ব, পঞ্জাবের শিখনীতি অযোধ্যাদি প্রদেশের রামকথা, বিহারের জৈনবৌদ্ধ-বিহার আর বঙ্গের বিশেষত্ব চৈতন্তধৰ্ম্ম। জগতে যাহা কেছ কখনও শুনায় নাই, বঙ্গদেশ চৈতন্তের মুখে ভগবানের সেই নামের মহিমা শুনাইয়া, বহুদেশের চৈতন্থ-সম্পাদন করিয়াছে। অস্ত্রেশস্ত্রে নহে, শাস্ত্রতর্কে নহে, বঙ্গ শুধু অশ্রুপাতে নামানুকীৰ্ত্তনে আত্মপ্রতিষ্ঠা করিয়াছে। প্রেম বঙ্গে রূপ পরিগ্রহ করিয়া চৈতন্ত-মূৰ্ত্তিতে আবিভূত হইয়া, ছিল। আর সে রূপের মহিমায় শিক্ষা দীক্ষা, শাস্ত্র ইতিহাস, তান্ত্রিক বামাচার, মায়াবাদীর শুষ্কতর্ক ভাসাইয়া লইয়া গিয়াছিল। তাহার ফলে দীন বঙ্গভাষা মুরতরঙ্গিণীর তরঙ্গভঙ্গের মত প্রবলতা ও পবিত্রত পাইয়া ধন্ত হইয়াছিল ; আর বাঙ্গালীর জাতীয়তা এক নবপ্রকৃতি পরিগ্রহ করিয়া ভারত প্রাঙ্গণে নৃত্যু করিতেছিল। - কোন নদীর স্থানবিশেষে জলোচ্ছাস হইলে, ভাহার নাম বাণ ; আর পাৰ্ব্বত জলোচ্ছসি যখন নদীর দু’কুল ছাপাইয়া দেশ ভাসাইয়া চলিয়া যায়, তখন তাহার নাম বন্যা। স্থানবিশেষে প্রচলিত অবস্থার বিপক্ষে মুষ্টিমেয় লোকের ষে উত্থান তাহার নাম বিদ্রোহ ; আর সমস্ত দেশ ভরিয়া প্রতিষ্ঠিত অবস্থার বিরুদ্ধে অগণিত জনসংঘের যে আন্দোলন, তাহার নাম বিপ্লব। বাঁশের মত বিদ্রো স্থানিক ও সাময়িক ; বস্তার মত বিপ্নৰ দেশব্যাপী ও দীর্ষস্থানী ছয় । বিদ্রোহের