পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ゲ8 যশোহর-খুলনার ইতিহাস । দুর্গাবতীর সহিত নদীয়া জেলার অন্তর্গত গোসাঞি-দুর্গাপুরনিবাসী কুলীনগ্রগণ্য কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হয় ; এবং তজ্জন্ত জয়দিয়ার রায় চৌধুরী বংশের সহিত সম্বন্ধের কথা উল্লেখ করিয়াছেন। যশোহরের অন্তর্গত জয়দিয়ার রায়চৌধুরীগণ যে উক্ত বিনোদ রায়ের বংশসস্তৃত, তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে বংশের সহিত দুর্গাপুরের বন্দ্যবংশের সম্বন্ধ ছিল কিনা সন্দেহ। বর্তমান সময়ে উক্ত বন্দোপাধ্যায় বংশীয়গণ “অধিকারী” উপাধিযুক্ত। অধিকারীর প্রধান কুলীন এবং স্বভাবে আছেন। কাশ্বাপ-গোত্রীয় বিনোদ রায় বংশজ ছিলেন, তদ্বংশীয়ের সহিত বিবাহ হইলে কুল থাকে না। সুতরাং জয়দিয়ার সহিত দুর্গাপুরের বিবাহ সম্বন্ধ ছিল বলিঃ বোধ হয় না। জয়দিয়ার সম্পকিত মুকুট একজন সাধারণ জমিদার ছিলেন ; নলডাঙ্গার রাজবংশ প্রবল হইলে সে বংশের জমিদারীর লোপ হয়। ৩) ঝিনাইদহ অঞ্চলে একজন প্রবল প্রতাপান্বিত জমিদার ছিলেন, তাহার নাম রাজা মুকুট রায় । ইনি শ্রোত্রিয় ব্রাহ্মণ, শাণ্ডিলা গোত্র, পারিহাল গাঞি । ইহার এক ভ্রাতা ছিলেন, তাহার নাম গন্ধৰ্ব্ব রায়, মুকুট রায়ের পতনের পর তিনি বঙ্গেশ্বর কর্তৃক খা উপাধি ভূষিত হন। এই গন্ধৰ্ব্ব গঁ জোর করিয়া খড়দহমেলের অবসর্থী বংশীয় রাঘব চট্টোপাধ্যায়ের সহিত স্বীয় কস্তার বিবাহ দেন ; তদবধি ঐ বংশে পারিছালভাবাপন্ন দোষ স্পশিয়াছিল। এখনও রাঘবের বংশীয়গণের পারি-মেল রহিয়াছে। শ্রোত্রিয়ের কন্ঠ বিবাহ করিলে কুলীনের কুল ভঙ্গ হয় না, শুধু দোষম্পর্শ হয়। সম্ভবতঃ দুর্গাবতী এই প্রতাপশালী রাজা মুকুট রায়ের কন্যা ; রাজকন্যার নামানুসারে দুর্গাপুরের নাম হইয়াছিল এবং দুর্গাবতীর পুত্রবংশেও পরিহাল দোষ প্রবেশ করিয়াছিল। এখনও অধিকারী মহাশয়দিগের সে দোষ আছে। এই রাজা রায় মুকুটের অনেক সৈন্ত সামন্ত ছিল, কথিত আছে তিনি ১৬ হল কী হাতী, ২০ হল কী অশ্ব ও ২২০০ কোড়াদার না লইয়া বাহির হইতেন না । * খাঁ জাহান প্রভৃতির মত তিনিও জলাশয়, প্রতিষ্ঠায় পুণ্যবান ছিলেন ; রাস্ত নিৰ্ম্মাণ ও জলাশয় খনন করিতে করিতে তিনি অগ্রসর হইতেন। এখনও ঝিনাইদহের সন্নিকটে এরূপ অনেক রাস্তার ভগ্না* Report on the Agricultural Statistics of Jessore ( ெ Magurah ) by Babu Ram Sanker Sen t 1872-3), Appendix. xlii.