পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s/و সংগ্ৰহ করিতে লাগিলাম। প্রতাপাদিত্য ও সীতারামের জীবনী লিখিব বলিয়া কিছু উপাদান সংগ্ৰহ করিয়াছিলাম বটে, কিন্তু মাসিক পত্রে দুই একটি প্রবন্ধ ব্যতীত অন্তভাবে তাহার সদ্ব্যবহার হইল না। এমন সময়ে আমার কতকগুলি শোকাবেগময়ী এবং ধৰ্ম্মতত্ত্ববিষক্মিণী রচনা “উচ্ছসি” নামে প্রকাশ করিলাম। যাহার জন্মলাভে আমার খুলনা জেলা পবিত্র হইয়াছে, যাহার বিজ্ঞান সেবার পাশ্চাত্যমণ্ডল মুগ্ধ হইয়াছে, র্যাহার আদর্শ জীবন ও জীবনব্যাপী সাধনা দেশে বিদেশে কীৰ্ত্তিমণ্ডিত হইয়াছে, সেই স্বনামধন্ত স্বদেশপ্রেমিক প্রফুল্লচন্দ্র (Dr. P. C. Ray) আমার দারিদ্র্যপীড়িত জীবনের বিলীয়মান মনোরথ ও তদুদিষ্ট চেষ্টার কথা জানিতেন। আমি তাহাকে একখানি “উচ্ছসি” উপহার দিয়াছিলাম। উহারই উত্তরে এক অদ্ভুত ধরণে আমাকে উদ্বোধিত করিবার জষ্ঠ তিনি আর কিছুমাত্র না লিখিয় এই কয়েক পংক্তিমাত্র লিখিয়া পাঠান :– And the goddess Saraswati appeared in a dream and said, “my child Why dost thou waste thy energies on such things as attoos & উচ্ছ,সি ? Enough of it. For 2000 years the Hindus have been dreaming idle dreams and indulging in উচ্ছসি। I have endowed thee with noble gifts, Do not take thyself today dreams. Thee I have chosen for a better work. Devote thyself assiduously to the noble task of writing a “History of Jessore-Khulna”. That will make thy name remembered by the latest posterity. Awake, arise " afioso এই আশ্বাসবাণী কি ভাবে আমার হতাশ জীবনকে আশ্বস্ত করিয়াছিল তাহ বুঝাইতে পারি না। ১৯১০ খৃষ্টাব্দের ১৮ই সেপ্টেম্বর তারিখে এই পত্র পাই ; আমার চিরসম্পোষিত আশার অস্কুরোদগম দেখিয়া, আমি সেই দণ্ডে বদ্ধপরিকর হইলাম। পত্রের উত্তর না দিয়া কলিকাতায় গিয়া মহাত্মার সহিত দেখা করিলাম, তিনি আমাকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতিম্বার কাৰ্য্যে অবতীর্ণ করাইলেন। ক্রমে এ কার্য্যের জন্য র্তাহার ভাণ্ডার উন্মুক্ত রাখিয়া, অর্থের ভাবনা হইতে আমাকে সম্পূর্ণ মুক্ত করিয়া, আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করিয়াছেন। তাহার সে আগ্রহের অনুরূপ সামর্থ্য বা সুযোগ আমার নাই, আমি তাহার অযাচিত দানের