পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షె} তোমরা এই মণ্ডলীর মধ্যহইতে পৃথক হও, তাহাতে আমি তাহাদিগকে এক নিমেষে বিনষ্ট করি । তাহাতে তাহারা উবুড় হইয় পড়িয়া কহিল, হে ঈশ্বর হে সমস্ত প্রাণির ঈশ্বর এক জন পাপ করিলে কি তোমার ক্রোধ সমস্ত মণ্ডলীর উপরে প্রজ্বলিত হইবে? তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি মণ্ডলীকে কহ তোমরা কোরহের ও দার্থনের ও অবিরামের শিবিরের সমীপহইতে উঠিয়া যাও, তাহাতে মূসা মণ্ডলীকে কহিল, আমি নিয় করি তোমরা এই দুষ্ট লোকদের সমূহ পাপেতে যেন বিনষ্ট না হও, এই জন্যে তাহাদের শিবিরের নিকটহইতে উঠিয়া যাও, ও তাহাদের কিছুই স্লশ করিও না। তাহাতে তাহার কোরহের ও দার্থনের ও অবিরামের শিবিরের নিকটহইতে চতুদিকে উঠিয় গেল, এবং দার্থন ও অবিরাম বাহির হইয়া আপন ২ স্ত্রী ও পুত্ৰগণের সহিত আপন ২ শিবিরের দ্বারে দাড়াইয়া রহিল। পরে মূসা কহিল, পরমেশ্বর এই সমস্ত কাৰ্য্য করিতে আমাকে পাঠাইলেন, আমি আপন অভিমতে ইহা করি নাই, তাহা ইহাতেই জানিতে পারিব । যদ্যপি এই মনুষ্যেরা সাধারণ লোকদের ন্যায় মরে, তবে পরমেশ্বর আমাকে পাঠাইলেন না। কিন্তু পরমেশ্বর যদি অদ্ভূত কৰ্ম্ম করেন। এবং পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকেও তাহাদের সর্বস্বকে গ্রাস করে, ও তাহারা জীবৎ থাকিতে কবর প্রাপ্ত হয়, তবে এই মনুষ্যেরা যে পমেশ্বরকে অবজ্ঞা করিয়াছে, তাহা তোমরা জানিতে পারিবণ।