পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रे९ পরে মূসার এই সমস্ত কথা সমাপ্ত হইবামাত্র তাহাদের অধস্থ ভূমি বিদীর্ণ হইল, এবং পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে ও তাহাদের তাবৎ শিবির ও সমুক্তিকে গ্রাস করিল, তাহাতে তাহারা ও আহাদের তাবৎ পরিবার জীৱিত থাকিতে কবর প্রাপ্ত হইল, ও পৃথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল, তাহাতে তাহারা বিনষ্ট হইল। এব^ তাহাদের রবেতে তাহাদের চতুদিকস্থিত মনুষ্যেরা পলায়ন করিল, কেননা তাহারা কহিল কি জানি যদি পৃথিবী আমাদিগকেও গ্রাস করে, পরে পরমেশ্বর হইতে অগ্নি নির্গত হইয়। ঐ ধূপনিবেদনকারি দুইশত পঞ্চাশ লোককে দগ্ধ করিল। এই সকল দৃষ্টান্তস্বৰূপ শাস্তিতে লোকের ভয় পাইয় আপন ২ কন্তব্য কৰ্ম্ম করিতে পারিত, কিন্তু তাহাদের মন এমত কঠিন হইয়াছিল, সে তাহারা মূসাকে ও হারোণকে তাহাদের স্বজাতীয় লোকদের মৃত্যুর বিষয়ে দোষী করিল, এবং লোক সকল মূসা ও হারোণের প্রতিকূলে বচসা করিয়া কহিল, তোমরাই পরমেশ্বরের লোকদিগকে বিনষ্ট করিলা | পরে পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, তোমরা এই মণ্ডলীর মধ্যহইতে উঠিয়া যাও, তাহাতে আমি এক নিমেষে তাহাদিগকে বিনষ্ট করিব। তখন তাহারা উবুড় হইয় পড়িল; অপর মূসা হারোণকে কহিল, তুমি ধুনাচি লও এবণ বেদির উপর হইতে অগ্নি লইয়। তাহার মধ্যে দেও, এব^ তাহাতে ধুনা