পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ö° দিয়া মণ্ডলীর নিকটে শীঘু গিয় তাহদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর, কেননা পরমেশ্বরের সমুখ হইতে ক্ৰোধ নির্গত হওয়াতে মহামারীর উপক্রম হইল। তথন হারোণ মূসার আজ্ঞানুসারে ধুনাচি লইয়া মধ্যে দৌড়িয়া গেল, কিন্তু তখন লোকদের মধ্যে মহামারী পরাক্রম করিয়াছে, কিন্তু সে মৃত ও জীবিত লোকদের মধ্যে দাড়াইল, তাহাতে তৎক্ষণাৎ মহামারী নিবৃত্ত হইল। অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল বণশকে কহিয় তাহদের পিতৃবংশানুসারে প্রত্যেক অধ্যক্ষের এক ২ যষ্টি গ্রহণ কর, এবং প্রত্যেকের যষ্টিতে তাহাদের প্রত্যেকের নাম লেখ। পরে যে লোক আমার মনোনীত হইবে, তাহার ঘষ্টি পুপিত হইবে, তাহাতে তোমাদের বিরুদ্ধে লোকদের বাদানুবাদ নিবৃত্ত হইবে। পরে মূসা পরমেশ্বরের সমুথে ঐ সকল যষ্টি তুলিয়। রাথিল, তাহ পরদিবসে সে দেখিল যে লেবৗবণশের কারণ হারোণের যটি অঙ্কুরিত ও মকুলিত ও পুষিপত হইয়া বাদাম ফল ধরিয়াছে। এব^ অন্য ২ যষ্টি পূর্বের ন্যায় আছে, তাহাও দেথিল, এই রূপে নিদ্রিঘুে হারোণের যাজকতা পদ স্থাপিত হইল, এবণ বিরুদ্ধাচারি লোকদের প্রতিকূলে ভাবিকালে সাক্ষিস্বরূপ হইবার জন্যে সেই পুপিত যষ্টি আকর্পসের. মধ্যে রহিল । e