পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

分8 অষ্টাদশ । মূসার অযুক্তি সিদ্ধবাক । হারোণের মৃত্যু ও সহোন ও অগের পরাজয় করণের বিবরণ। অরণ্যেতে সাঁইত্রিশ বৎসর ভুমণ করিয়া ইসুয়েল বণশ সৗনয় প্রান্তরে উপস্থিত হইয়। কাদেশে বাস করিল, এবং মরিয়ম মরিলে, সেই স্থানে তাহার কবর হইল। এবং সেই স্থানে মণ্ডলীর কারণ জল ছিল না, তাহাতে লোকের মূসার ও হারোণের প্রতিকূলে একত্র হইয়া কহিল । হায় আমাদের ভুাতৃগণ যখন পরমেশ্বরের সমুথে মরিল, তখন যদি আমাদের মৃত্যু হইত। তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্যে পরমেশ্বরের মণ্ডলীকে কেন এই প্রান্তরে আনিলা? এই কুৎসিত স্থানে আনিবার জন্যে আমাদিগকে মিসর হইতে কেন বাহির করিলা, এই স্থানে পান করিবার জলও নাই। অপর পরমেশ্বর মূসাকে কহিলেন তুমি যষ্টি গ্রহণ কর, এবণ তুমি ও তোমার ভুত হারোণ মণ্ডলীর লোককে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে শৈলকে কহ, তাহাতে সে আপনার মধ্যহইতে জল নিঃসরণ করবে। এইৰূপে তুমি তাহাদের নিমিত্তে পৰ্ব্বতহইতে জল বাহির করিয়া তাহাদিগকে এবণ তাহাদের পশুগণকে পান করাইব । তখন মূসা যটি গ্রহণ করিয়া মণ্ডলীকে পৰ্ব্বতের সম্মুথে একত্র করিয় তাহাদিগকে কহিল, হে অত্যাচারিগণ মনোযোগ কর, আমরা তোমাদের নিমিত্তে কি এই পৰ্ব্বতহইতে জল