পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ og দ্বারা সকল কুকৰ্ম্ম শাসন করিল, তাহাতে ঈশ্বর তাহাকে অনন্ত যাজকত্বপদে নিযুক্ত করিয়া, পুরস্কার করিতে মনস্থ করিলেন, এবং মিদিয়োন জাতিসমূহ দণ্ডপ্রাপ্ত হইল, কেনন। তাহার ইসায়েলবণশকে ভুষ্ট করিতে চেষ্টা করিল, কিন্তু স্ত্রীলোকের প্রাণে বিনষ্ট না হইয়া রাজ্য হইতে দূরীকৃত হইল, এবণ দুষ্ট ভবিষ্যদ্বক্ত বিলিয়ম যুদ্ধেতে হত হইল। حساسیتهایع شیمیسمবিংশতি ইসুয়েল বুশের প্রতি মূসার উপদেশ ও তার্তার মৃত্যুর বিবরণ। মূসার একশত বিংশতি বৎসর বয়স হইলে, পরমেশ্বর তাহাকে তাহার মৃত্যুর কথা জানাইলেন, এবণ কহিলেন, যদ্দন নদীর পারে যাইতে পুরিব না, তাহাতে মূল যিহোসুয় এব^ ইট্ৰায়েলবণশকে ডাকিয় তাহাদিগকে নিবেদন পূৰ্ব্বক কহিল। হে ইয়ায়েলবণশ আমি যে বিধি ও ব্যবস্থা পালন করিতে তোমাদিগকে শিক্ষা দিই, তাহাতে মনোযোগ কর, তাহাতে তোমরা বঁচিব, এবং তোমাদের পৈত্রিক প্রভু পরমেশ্বর “তোমাদিগকে যে দেশ দিবেন, তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহার অধিকার পাইবা, আমাকে এই দেশে’ মরিতে হইবে, এবণ যদননদীর পারে যাইতে হইৰে না, কিন্তু তোমরা পার হইয়া সে উত্তম দেশ অধিকার করিব। তোমরা যেন আপনাদের স্থিরীকৃত। আপন