পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ९8 পূৰ্ব্বপুরুষদিগের সম্মত প্ৰভূ পরমেশ্বরের সেবা অব দেবদেবীর পূজা করিতে লাগিল। যে জাতীয় লোক ইস্রায়েলদিগকে কুপথে লও য়াইয়াছিল, তাহাদ্বারা সমুচিত দণ্ড দিবার জন্যে পরমেশ্বর ইসায়েল লোকদিগকে ঐ জাতির হস্তে সমপর্ণ করিয়াছিলেন। তাহার বারস্থার ইস্লায়েল লোকদিগকে পরাজয় করিয়া ও তাহাদিগের ধনসম্নভ্যাদি লুটিয়া অত্যন্ত নিষ্ঠুরতাপূৰ্ব্বক তাহাদিগের উপরে কর্তৃত্ব করিতে লাগিল। ইতোমধ্যে তাহারা অতিশয় যন্ত্রণ ভোগ করিয়া, আপনাদিগের কৃতজ্ঞতা ও পাপের বিষয়ে চেতন পাইয়া পরমেশ্বরের নিকটে ঐ অপরাধের মাৰ্জ্জন। ষাড়া করিল, পরমেশ্বর সবাদ। দয়াশীল এবং পাপিলোকের যে সকল কুকৰ্ম্মে রত তাহারা তাহার প্রতিফল মরণ যন্ত্রণ না পাইয়া বরণ তাহাহইতে মনঃনিবৃত্ত করিয়া যেন বঁাচে, তাহাতেও তিনি পরম সন্তুষ্ট, এই সকল কারণে তিনি তাহাদিগের প্রার্থনা গ্রাহ্য করিলেন। তদনন্তর পরমেশ্বর তাহাদিগকে শত্ৰুহন্তহইতে উদ্ধার করিবার জন্যে বারবার তাহাদিগের মধ্যে এক ২ জুনকে সকল গুণযুক্ত করিয়া, বিচারকর্তৃক্কপে উত্থাপন করিলেন। পরে ঐ সকল বিচারকত্তার মরণের পর, তাহারা পরমেশ্বরের আজ্ঞ সকল লঞ্জন করিয়া পূৰ্ব্বমত কুৎসিত দেবাদি পূজাতে রত হইল, তদনন্তর এই কুকৰ্ম্ম শাসনের জন্যে ঈশ্বরেচ্ছায় মিসপটমিয়া