পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫ দেশের রাজা তাহাদিগকে অতিশয় ক্লেশ দিতে আরম্ভ করিল । বহুকালাবধি ঐ রাজাম্বারা নানা প্রকার ক্লেশ ভোগ করিলে, পাপের এই প্রতিফল হইতেছে, ইহ পরমেশ্বর সমীপে স্বীকার করিয়া আপনার সেই পাপহইতে মনঃ নিবৃত্ত করিল। ইহাতে পরমেশ্বর অৎনীয়েল বিচারকত্ৰাদ্বারা তাহাদিগকে শত্ৰু হস্তুহক্ট:ত উদ্ধার করিলেন। খ্ৰীষ্টজন্মের ১৩৯৪ বৎসর পত্ৰ এই সকল ঘটনা হইয়াছিল। তৎপরে ক্রমাগত ৪০ বৎসর পর্য্যন্ত সৌভাগ্য ভোগ করিয়া পরমেশ্বরের আজ্ঞা লঞ্জন পূৰ্ব্বক পুনৰ্ব্বার দেবপূজা করিতে লাগিল। তজ্জন্যে মোয়াব দেশের ইগ্রলোন নামক রাজা তাহাদিগকে শান্তি দিতে ক্ষমতা পাইল, কিন্তু ইস্রায়েল লোকের ১৮ বৎসর অবধি দাসত্বে থাকিলে, এহুদ নামক এক ব্যক্তি পরমেশ্বরের অনুগ্ৰহেতে ক্ষমতা পাইয়। ইগোলন নামক রাজাকে নষ্ট করিয়া; ঐ মোয়াৰ লোকদিগকে পরাজয় করিল। খ্ৰীষ্ট জন্মের ১৩৩৬ বৎসর পূৰ্ব্বে এই সকল ঘটিয়াছিল। তৎপরে এন্ধুদের মরণের পর, ইসায়েল বণশ পরমেশ্বরের সাক্ষাৎ পুনৰ্ব্বার কুকৰ্ম্ম করিতে আরম্ভ করিল। তিনি তাহাদিগকে হৎসোর দেশের রাজা যাবিনের সীষির নামক সৈন্যাধ্যক্ষের স্কুন্তে সমর্পণ করিলেন, ঐ সৈন্যাধ্যক্ষের নয়শত লৌহময় রথ ছিল, এবং তিনি ক্রমাগত ২০ বৎসর তাহাদিগের উপরে কঠিনরূপে কর্তৃত্ব •করিলে, দেবোর নাম্নী এক ভবিষ্যদ্বক্তী তৎকালে ইস্রায়েল লোকের বিচারকত্ৰী হইল, সেই M 3