পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆలి সকল পশুদের মধ্যে কেহই আদমের উপযুক্ত সহকারী হইল না, তজ্জন্যে সৰ্ব্বশক্তিমান সৃষ্টিকৰ্ত্ত কৃপাবলোকন, পূৰ্ব্বক উপকার করিতে মনস্থ করিলেন, এব^ আদম ঘোর নিদ্রিত হইলে, তাহার এক পঞ্জর লইয়া শুদ্ধার এক স্ত্রী নিৰ্ম্মাণ করিলেন, এৰ ৭ তাহাকে আদমের নিকটে আনিম্ন দিলেন। ইহাতে পরমেশ্বরের আশীকাদে বিবাহৰূপ সম্বন্ধ স্থাপিত হইলে, আদম আহলাদে বলিতে লাগিল, এ আমার অস্থির অস্থি ও মাপসের মা^স, এবণ এ স্ত্রী নরহইতে জন্মিয়াছে, এই নিমিত্তে ইহার নাম নারী রাথিতে হইবে, এব^ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এব^ সেই দুই জন একাঙ্গ হইবে। محبجے چ جمeہس۔ দ্বিতীয় । আদম এব^ হবার পতন বৃত্তান্ত। খ্রীষ্টের জন্মের ৪••৪ বৎসর পূৰ্ব্বে । আমাদের আদি পিতা মাতা কতকাল পর্য্যন্ত নিদোষী হইয়া এদন নামক বাগানে সুখভোগ করিয়াছিন্তু তাহ। আমরা জানি নাই, কিন্তু লেখা আছে, শয়তান সপের বেশ ধারণ করিয়া ছলক্রমে হবার কুপ্রবৃত্তি জন্মাইবার জন্যে জিজ্ঞাসা করিতে লাগিল, ওগো এই বাগানের,এই বৃক্ষের ফল ভোগ করিতে পরমেশ্বর তোমাদিগকে নিষেধ করিয়াছেন ইহা কি সত্য? তাহাঠে নারী সপকে কহিল, আমরা এই বাগানের তাবৎ বৃক্ষের ফল ভোজন করিতে В 2