পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉 ペ)レー জানাইল, নাজীরীতীয় মতানুসারে কৰ্ম্ম করাতে জন্মাবধি আমার কেশ কথন ছিন্ন হয় নাই, একারণ আমার বল ঐ কেশের মধ্যে আছে, এই রূপ অবিবেচনায় ঐ কথা জানাইলে পর, ঐ স্ত্রীর সহিত একত্র শয়নসময়ে সে তাহার মস্তকের কেশ ছেদন করিয়া তাহার শতু পিলেষ্টীয় লোকদিগের নিকটহইতে পুরস্কার পাইবার বাসনায় ঐ ব্যক্তিকে তাহাদিগের হস্তে সমপণ করিল। তাহাতে তাহারণ তাহার চক্ষুদ্বয় উৎপাটন করিয়া শৃঙুলেতে বদ্ধ করিয়া রাথিল। এই ৰূপে শিমশোন দুৰ্দশাগ্রস্ত হইয়ু নিজ পাপের বিষয়ে অনুতাপ করিতে লাগিল, পরে ক্রমে ২ তাহার কেশের পুনস্কৃদ্ধির অনুসারে সেও পূৰ্ব্বমত বলবান হইতে লাগিল। তাহার পর একু দিবস শিমশোন পিলেষ্টীয় লোকের সভামধ্যে আনীত হইলে, তাহারা পরিহাস পূৰ্ব্বক পরস্নরকে কহিতে লাগিল, আমাদের দেবতা দাগোন ইসুয়েল বলশের পরমেশ্বরকে জয় করিয়াছেন। এই প্রকারে তাহারা পরমেশ্বরের নিন্দ করিতে লাগিল, তখন শিমশোন প্রার্থনা করিয়া কহিল, হে পরমেশ্বর । আমি বিনয় করি আমাকে আশীৰ্ব্বাদ করিয়া বলবান করুন। অপর যে মধ্যস্থিত দুই স্তম্ভের উপরিভাগে ছাঁতের ভার ছিল, শিমশোন তাহ ধরিয়া নত হইলে, সেই গৃহ পতিত হইল, এব৯ তাহার সহিত পিলেষ্টীয় লোক সমুদয় বিনষ্ট হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১১২০ বৎসর। শ তৎপরে এলি নামক এক ব্যক্তি ইসুয়েল বলশের