পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} 8b সহিত সত্যৰূপে র্তাহার সেবা কর, এব^ তিনি তোমাদের জন্যে যে ২ মহৎ কৰ্ম্ম করিয়াছেন, তাহ বিবেচন। কর। নতুব। যদি তোমরা এখন পাপ • কর, তবে তোমরা ও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইব। যৗস্ত গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে ১০৭৫ বৎসর। চতুর্থ। শৌলের রাজ্য ও তাহার অনুচিত ব্যবহার, ও দাযুদের দ্বারা জালুৎ নামক ব্যক্তির বধ, ও দায়ুদের রাজ্য প্রাপ্তি, ও ঘোনাথনের সদাচার এব• শৌলের মৃত্যুর বিবরণ। খ্ৰীষ্ট জন্মের পূর্বে ১০৭৫ বৎসর অবধি ১০৫১ বৎসর পর্যন্ত । যাবেশ গিলিয়াদ নামক পূরী, নাহাৰ্শ নামক এক আমনীয়দ্বারা আক্রান্ত হইলে, শৌল রাজা তাহাকে পরাজয় করিয়া সে পুরীকে রক্ষা করিল। তদনন্তর পিলেষ্টীয়ের ৩০০০ রথী ৬০০০ অশ্বাৰূঢ় ইত্যাদি বহু সৈন্য একত্র করিয়া দেশসমূহকে আক্রমণ করিতে লাগিল, তাহাদের সঙ্গে যুদ্ধার্থে শৌলের ৩০০০ জন সৈন্য মাত্র প্রস্তুত ছিল। এতদ্ভিন্ন ইসুয়েল লোক সকল আক্রমণ কুরিদের ভয়ে ভীত হইয় নিমুভূমি পরিত্যাগ পূৰ্ব্বক পৰ্ব্বতগুহ ও বনমধ্যে লুকিয়া রহিল, এই দুর্দশাতে শৌল শিমূয়েলের আগমন অপেক্ষ না করিয়া দুঃসাহস ৰূপে পরমেশ্বরের উদেশে হোমবলি উৎসর্গ করিতে উদ্যত,হইল, পরে শিমূয়েল নিকটাগত হইয়া শৌল