পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు 8 ఫి যাজকীয় কৰ্ম্ম অন্যায় পূৰ্ব্বক গ্রহণ করিয়া ঈশ্বর কৃত বিধান হেয় জ্ঞান · করিয়াছে, ইহা দেথিয় তাহাকে তিরস্কার করত কহিল, তুমি অজ্ঞানের ন্যায় কৰ্ম্ম, করিল, তোমার প্রভূ পরমেশ্বর যে আজ্ঞা দিয়াছেন তাহা পালন করিলা না, যদি পালিতা, তবে পরমেশ্বর তোমার রাজ্য সৰ্ব্বদা স্থির রাথিতেন, এখন তোমার রাজ্য স্থির থাকিবে না। পরমেশ্বর আপন ইচ্ছানুসারে এক জনকে’ মনোনীত করিয়া আপন লোকদের উপর তাহাকে রাজা করিবেন, কেননা পরমেশ্বর তোমাকে যাহ আজ্ঞা করিলেন, তুমি তাহ পালন করিলা না, তাহাতে শিমূয়েল শৌলের নিকট হইতে আগমন করিল। এই দুর্দশাতে শৌল রাজার পুত্ৰ যোনাথন আপন অস্ত্রবাহককে কহিল, তুমি আইস, আমর। এই স্থানহইতে উত্তীর্ণ হইয় অত্বকচ্ছেদিদের দুর্গে য়াই, তাহাতে পরমেশ্বর আমাদের উপকার করিবেন, ইহাও হইতে পারে, কেননা অনেকের দ্বারা কিম্ব। অল্পদ্বারা উদ্ধার করিতে পরমেশ্বরের কোন বাধা নাই। সে বিশিষ্ট রাজপুত্র ও তাহার পরিচারক এক বিশ্বস্তু দাস, উভয়ে পরমেশ্বরের আশ্রয় ও আশীৰ্ব্বাদ পাইয়। শতুদের দুর্গমধ্যে প্রবেশ করিয়া তাহাদের মধ্যে বিশ জনকে বিনষ্ট করিল,তাহাতে শতুগণ তৎকালে ভূমিক্স হওয়াতে অতিশয় ভৗত ও ব্যাকুল হইয়। ইয়ায়েলব"শের সৈন্যসামন্ত আমাদের মধ্যে উপস্থিত হইয়াছে, ইহা চিন্তা করিতে লাগিল, তজ্জন্যে বিজাতীয় গোলযোগ হওয়াতে তাহারা ভয়ে পরল্পর খড়াঘাত করিতে O 3