পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& কোথায়? তাহাতে সে কহিল আমি বাগানে তোমার রুর শুনিয়া উলঙ্গত প্রযুক্ত ভয় করিয়া,আপনি লুকাইয়া আছি, তিনি কহিলেন, তুমি উলঙ্গ আছ ইহা তোমাকে কে বুঝাইয়া দিল, যে বৃক্ষুের ফল,তোমাকে ভোজন করিতে নিষেধ করিয়াছি তুমি কি তাহ ভোজন করিয়াছ ; পরমেশ্বর যে আজ্ঞা করিয়াছিলেন, তাহ আদম লঞ্জন করিয়াছিল যদ্যপি তাহ অস্বীকার করিতে সক্ষম ছিল না, তথাপি সে কঠিনমনা হইয়া ও অধমরূপে আপনার সৃষ্টি কৰ্ত্তাকে দোষ দিয়া কহিল, তুমি যে স্ত্রীকে আমার সঙ্গিনী করিয়াছ সে আমাকে ঐ বৃক্ষের ফল দিলে আমি তাহ। থাইলাম, এই প্রকারে হবাও সপকে দোষী করিয়া বলিল, সপের প্রবঞ্চনাতে আমি থাইলাম। পরে প্রভু পরমেশ্বর সপকে কহিলেন, তুমি এই কৰ্ম্ম করিয়াছ এই জন্যে গ্রাম্য ও বন্য পশুগণের অপেক্ষ অধিক শাপগ্রস্ত হইয়া বক্ষঃস্থল দিয়া গমন করিব,এর ৭ যাবজ্জীবন স্থলী ভোজন করিবণ, এব°N আমি তোমাতে ও নারীতে এর*\ তোমার বা শেতে ও তাহার ব০শেতে পরল্পর বৈরিভাৰ জন্মাইব ; তাহাতে সে তোমার মন্তকে আঘাত করিবে এবং তুমি তাহার পাদমূলে আঘাত করিব।” তাহার পরে পরমেশ্বর সে দুই জন অপরাধিদের প্রতি ক্রোধ দৃষ্টি করিয়া এমন দৃঢ় শাপ দিলেন, যাহার সােল তাহদের বnশ অদ্যাপিও ভোগ করিতেছে। পরে তিনি নারীকে কহিলেন আমি তোমার প্রসব বেদনার অতিশয় বৃদ্ধি করিব, তাহাতে তুমি অতি কষ্টেতে সন্তান প্রসব করিব, এব৯ স্বামির অধিনী হইবা, ইহাতে সে তোমার উপরে 13 J.