পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R কর্তৃত্ব করবে। অনন্তর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফল ভোজন করিতে আমি তোমাকে নিষেধ করিয়াছি, তুমি স্ত্রীর কথা শুনিয়া সেই বৃক্ষের ফল ভোজন করিয়াছ, এই নিমিত্তে ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশ পাইয় তাহার শস্যাদি ভোজন করিবা; এব^ তাহাতে সেয়াল কাটা ও নান কণ্টক বৃক্ষ জন্মিৰে, এব^ তুমি ক্ষেত্রের ওষধি ভোজন করিব, এব^ যে মৃত্তিকাহইতে জন্মিয়াছ, যাবৎ তাহাতে লীন না হও, তাবৎ ঘৰ্ম্মাক্ত মুথে আহার করিব, কেননা তুমি মৃত্তিক পুনশ্চ মৃত্তিকাতেই লীন হইব। অনন্তর প্রভূ পরমেশ্বর মনুষ্যকে এদনের বাগানহইতে দূর করিয়া, তাহার উৎপাদক মৃত্তিকাতে কৃষিকৰ্ম্ম করিতে নিযুক্ত করিলেন। حسمههه متوجه مح. তৃতীয় । হাবিলের মৃত্যু ও জল প্লাবনের বৃত্তান্ত। অনন্তর আদম ও হবার দুই পুত্র জন্মিল, জ্যেষ্ঠের নাম কৈন ও কনিষ্ঠের নাম হাবিল, কিন্তু পাপের ফল ইহাদের মধ্যে শীয় প্রকাশ হইল, কেননা এক দিবসে সেই দুই ভুতি পরমেশ্বরের উদেশে নৈবেদ্য উৎসর্গ করিলে, তিনি হাবিলের নৈবেদ্যকে গ্রাহ্য করিলেন, কেননা সে বিশ্বাস পূীক ঈশ্বরের আজ্ঞাতে মনোযোগ করিয়া বলিদান করিয়াছিল, তজ্জন্যে কৈম বড় বিরক্ত হইলে, পরমেশ্বর দয়া পূৰ্ব্বক অনুযোগ করিয়া