পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & লাগিল, তাহাতে ইসায়েলৰ৭শ এই কোলাহল শুনিলে, শৌল রাজা তাহাদিগকে সঙ্গে লইয়া তাহার পুত্ৰ যোনাথন গিয়া যে জয় করিয়াছিল, তাহ সফল করিতে গমন করিল, তাহাতে পিলেষ্টীয়ের পলাইলে, যে লোৰু সকল দেশের নানা স্থানে গুপ্তভাবে রহিল, তাহার শতুর্গণের পরাভবের সAবাদ পাইয় তাহাদের পশ্চাৎ যাইয় অনেককে হত্যা করিল। তদনন্তর শৌল মোয়াবীয় ও অমালেকীয় ও ইদোমীয় এবং ইসায়েলবণশের ইয়ায়েলৰণশের নিষ্ঠুর শতু দেবপূজক যে অমালেকীয় তাহাদিগকে প্রহার করিতে শৌলকে আজ্ঞা করিলেন, কেননা মিসর দেশহইতে ইসুয়েলবণশের আগমন সময়ে তাহার। তাহাদিগকে আক্রমণ করাতে, তৎকালে পরমেশ্বর তাহাদের প্রতি অভিশাপ দিয়াছিলেন, এখন তাহাদের অসদাচরণ বৃদ্ধি পাইলে পরমেশ্বর শৌলকে আজ্ঞা করিলেন, তুমি যাইয়। ঐ দুরন্তদিগকে বধ করিয়া এব^ ধন সমুত্তি ও গোমেষাদি পশু রক্ষা না করিয়া নিঃশেষে সৰ্ব্বস্ব বিনষ্ট কর। পরমেশ্বরের এই সুল্লষ্ট আজ্ঞা না মানিয়া শৌল রাজা সামান্য লোক সকল ও অতি তুচ্ছ প্রাণী প্রভৃতি সপহার করিল, কিন্তু অগাগ রুজাকে ও উত্তম গোমেষণদি পশু এবং লুটিত বস্তুর মধ্যে বহুমূল্য সকল বস্তু রক্ষা করিয়া আপনার মর্য্যাদার নিমিত্তে জয়ধ্বনি করিতে লাগিল, শৌল রাজা পরমেশ্বরের এই রূপ আজ্ঞার জীবজ্ঞা করিলে, পরমেশর তাহার লোভ ও অহঙ্কারের বিষয়ে অত্যন্ত ক্রুদ্ধ