পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t్చ তাহাকে কহিল, পরমেশ্বর অদ্য তোমাহইতে ইস্রায়েল ব^শের রাজ্য টানিয়া ছিড়িলেন, এবণ তোমাহইতে উত্তম তোমার এক প্রতিবাসিকে দিলেন, তখন শিমূয়েল স্বগৃহে ফিরিয়া গেল, এবং শৌলের মৃত্যুকাল পৰ্য্যন্ত তাহার সহিত সাক্ষাৎ করিতে আর আইল না, তথাচ শিমূয়েল শৌলের জন্যে বিলাপ করিত।শৌল এই রূপ পরমেশ্বরের আজ্ঞালঞ্জন করাতে, আপন রাজ্যচু্যত হইলে, পরমেশ্বর শিমূয়েলকে কহিলেন, তুমি, যাও, যুদ। বলশের যিশয়ির পুত্ৰ দায়ুদকে রাজ্যাভিষিক্ত কর। যদ্যপি সে যুবা মেষপালক তথাপি নমু ও সাধুভাববিশিষ্ট হওয়াতে রাজকাৰ্য্য করিতে সমপূর্ণৰূপে উপযুক্ত। তৎপরে সেদিন অবধি পরমেশ্বরের আত্মা শৌলহইতে অন্তৰ্হিত হইয়া দাযুদে আবির্ভূত হইলেন, তাহাতে দুষ্টাত্মা শৌলকে আশ্রয় লইলে, সে উন্মাদগ্ৰস্ত হইল। তদনন্তর তাহার আন্তরিক উন্মাদঘাতনা দূর করিবার নিমিত্ত তাহার দাসবগ বিশেষ যত্বপূৰ্ব্বক যাহারা বাদ্য বাজাইয়া অন্তঃকরণকে আশু তুষ্ট করিতে পারে, এমত বাদ্যবাদককে অন্বেষণ করিতে লাগিল। দায়ুদ বাদ্যবিদ্যায় অতিশয় নিপুণ, ইহা রাজপরিচারকের শুনিয়া তাহাকে রাজসমীপে আনিলে পর, রাজা তাহার বীণাযন্ত্রের বাদ্য শ্রবণে আহলাদ পুলকিত হইয় তাহাকে আপনার অস্ত্রবাহক করিল, তাহার পর দায়ুদের ঐ কৰ্ম্মে তৎকালে কোন প্রয়োজন না থাকাতে, সে কুশলে আপন পিতৃগৃহে গিয়া পূৰ্ব্বমত সন্তোষে মেষপাল চরণইতে লাগিল । - -