পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo ~0 তাহাতে রাজসভাসদের তাহাকে এককালে কিত হইল, তৎপরে পিলেষ্টীয়ের ইস্লায়েলদিগকে পুনৰ্ব্বার আক্রমণ করিলে, উভয় জাতীয় সৈন্যেরা সমুথবৰ্ত্তী, দুই পৰ্ব্বতের উপরিভাগে শিবির স্থাপন করিল। রণারম্ভের পূৰ্ব্বে পিলেষ্টয়লোকের মধ্যে ৬ হস্তু দীর্ঘ জালুৎ নামক এমত এক ব্যক্তি উভয় সৈন্যের মধ্যস্থানে আগমন করিয়া কহিল, অদ্য আমি ইস্রায়েল ব^শকে তুচ্ছজান করি, তোমরা এক জনকে দেও, আমরা পরল্পর যুদ্ধ করিয়া এই উপস্থিত যুদ্ধের সমাধা করিব । শৌল রাজা বীরগণকে অনেক উৎসাহ দিয়া কহিল, তোমাদের মধ্যে যদি কেহ উহাকে পরাজয় করিতে পারে, তবে আমি তাহাকে বহুমূল্য রত্নাদি ধন সমৃত্তি ও আমার আপনার কন্যার সহিত বিবাহ দিব, কিন্তু ইহাতে তাহাদের মধ্যে কোন ব্যক্তিও ঐ ব্যক্তির দীর্ঘতা ও তাহার শরীরের বল দেখিয়া তাহার সহিত যুদ্ধ করিতে সমর্থ হইল না। ইতিমধ্যে - তাহার ভূাতৃগণ যাহারা সৈন্যদিগের শিবির মধ্যে ছিল, তাহাদের নিকটে আহার দুৰ্য লইয়া দায়ুদ পিতৃকর্তৃক প্রেরিত হইয়া শিবিরে উপস্থিত হইবামাত্রে শুনিল, যে ঐ নিষ্ঠুর পিলেষ্টীয় লোক অহঙ্কার প্রযুক্ত পরমেশ্বরের সৈন্যকে তুচ্ছ করিতেছে, সে যুব বীর ঐ অপমানে কাতর হইয়া এবং পরমেশ্বরের মহিমা ও স্বদেশের মঙ্গল বিষয়ে আকান্ধী হইয়া শৌল রাজাকে কহিল, মহাশতু বিষয়ে সৈন্যগণ এত ভয়গ্ৰস্ত, আমি তাহার সঙ্গে যুদ্ধ করিতে প্রযুক্ত