পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$(ఫి তাহার শত্রুভাব দূর হইল না। পরে আঁরবার শৌলের শরীররক্ষকের অসাবধানত প্রযুক্ত সে নিদ্রাবস্থায় দায়ু দের হস্তে পড়িল, ইহাতে তাহার সঙ্গিলোক সকল তাহাকে বিনষ্ট করিতে পুনৰ্ব্বার পরামর্শ দিলে, সে ধৰ্ম্মশীলতা প্রযুক্ত ঐ নিদয় শতুকে নষ্ট করিতে অস্বীকৃত হইল, এব^ তাহার সঙ্গিগণ যাহারা নিদ্রিত রাজাকে বড়শাদ্বারা বিদ্ধ করিতে উদ্যত ছিল, তাহাদিগকে নিবারণ করিয়া কহিল, উহাকে বিনষ্ট করিও না, ঈশ্বরাভিষিক্তের প্রতিকূলে হস্তোদাম করিলে, কে নিরপরাধী হইতে পারে? পরমেশ্বরই তাহাকে আঘাত করিবেন, কিম্বা তাহার মরণ দিন উপস্থিত হইবে, অথবা স^গ্রামে প্রবিষ্ট হইয়া হত হইবে। তৎপরে তাহার অন্তিম কাল নিকটবৰ্ত্তি হইলে, সেই দুৰ্দশা গ্রস্তু রাজা আপনার অপরাধ বিষয়ে মনোদুঃখী ও উন্মত্ত ও পিলেষ্টীয়দ্বারা আক্রান্ত এবPA পরমেশ্বরকর্তৃক ব্যতিব্যস্ত হইয়া এনদোর নিবাসি এক ডাকিনীর নিকটে পরামর্শ্ব লইতে গেল । তৎপরে পিলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করিবার জন্যে গিলবোয় নামক পৰ্ব্বতে গেল। পরে তাহার সৈন্যসমূহ পরাস্ত হইয় পলায়ন করিলে, ও তাহার অনুপম যুদ্ধবীর ন্তোনাথন নামক পুত্র সাক্ষাৎ বিনষ্ট হইলে, ক্ষতবিকুত হওয়াতে পলায়ন কিম্বা যুদ্ধ করিতে অসমর্থ হইয়া আপনি আত্মহত্যাতে প্রাণত্যাগ করিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১০৫৬ বৎসর। - р 2