পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>°●

  • ११ञ। 1

দায়ুদের রাজত্ব, আবশালোমের বিদ্রোহাচরণ, এব^ পরমেশ্বরের মহামন্দির প্রস্তুত হইবার সামগ্রী - স^গ্রহের বিষয়। খ্ৰীষ্ট জন্মের পূর্বে ১৭৫৬ অবধি ১০১৫। বৎসর। এই রূপ দুর্ঘটনায় (অর্থাৎ) শৌল ও তাহার পুত্ৰ । যোনাথনের মৃত্যু হইলে) সিংহাসন প্রাপ্তি অতিশয় সুলভ হইলেও, দায়ুদ তাহ শুনিয়া আছাদিত ছিল না, বরণ শোকাকুল হইয়া রোদন করত ঃ মমতা প্রকাশক এক উত্তম কবিতাতে শৌল ও তাহার বিশিষ্ট পুত্র যোনাথনের জন্যে বিলাপ করিতে লাগিল । যাবেশ গিলিয়দ নগরনিবাসির আমনীয়দের হস্তুহইতে পূৰ্ব্বে শৌল রাজা দ্বারা রক্ষা পাইয়াছিল, ইহা বিস্মৃত না হইয়া শৌল এব^ যোনাথনের মৃতদেহ পিলেষ্টীয়দের নিকটহইতে উদ্ধার করিয়া উত্তম রূপে কবর দিল । পরে যোনাথনের পুত্র মিফিৰোশখকে পৈতৃক ভূম্যাদিবিষয় সমপর্ণ করিয়া কহিল, তুমি নিতান্ত পিতার নিমিত্তে আমার প্রিয়পাত্র হইয়া থাকিবা ও আমার ভোজনাসনে ভোজন করিব । তৎকালে রাজসি^হাসন শূন্য হইলে, দায়ুদ পূৰ্ব্বে আপনি ঐ সিংহাসনে এক বার গোপনে অভিষিক্ত হইয়াছিলেন, ইহা বিবেচনা করিয়া পরমেশ্বরের নিকটে কৰ্ত্তব্যাকৰ্ত্তব্যের বিষয়ে আজ্ঞা প্রার্থনা করিতে লাগিল, তাহাতে তাহাকে পরমেশ্বর হিরোন নগরে যাইতে আজ্ঞা করিলে, সে সেখানে