পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XNgN করিলা, উরিয়কে অম্মোন বণশের খড়গদ্বারা বস্থ করিলা । অতএব খড়গ তোমার বাটী কথন ত্যাগ করিবে না। পরমেশ্বর কহেন, দেখ আমি তোমার পরিবার হইতেই তোমার বিরুদ্ধে। অমঙ্গল উৎপন্ন করিব, এব- তোমার ভাৰ্যাগণকে লইয়া তোমার নিকটস্থ ব্যক্তিকে দিব, তাহাতে সে এই সূর্য্যের সাক্ষাতে তোমার ভাৰ্য্যার সহিত শয়ন করিবে, তুমি গুপ্তৰূপে এই কৰ্ম্ম করিয়াছ, কিন্তু আমি তাবৎ ইস্লায়েলের ও সূর্ঘ্যের সাক্ষাতে এই কৰ্ম্ম করাইব । দায়ুদ কহিল আমি পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করিলাম, তাহাতে নাথন দায়ুদকে কহিল, পরমেশ্বর তোমার পাপ দূর করিলেন ইহাতে তুমি মরিব না। কিন্তু তুমি এই কৰ্ম্মৰ্বারা পরমেশ্বরের শত্ৰুগণকর্তৃক অতি নিন্দ করাইয়াছ এই জন্যে তোমার ঔরস জাত এই পুত্র মল্লিবে । তৎপরে দায়ুদ ত্বরাতেই নিজাপরাধের ফল ভোগ করিতে লাগিল,কেননা বংশেৰ নাম্নী তাহার ভাষাতে আপন ঔরস জাত সন্তান মরিয়া গেল, এবণ তাহার অন্য পুত্র আমন আপন বৈমাত্রেয় ভগিনী তামরকে ভুষ্টা করিলে, ঐ কন্যার সহোদর ভুতি আবসোলম ঐ বৈমাত্রেয় তামোনকে বধ করিল । তদনন্তর অাবসোলম পিতার প্রধান মন্ত্রী আহৗথফেল ও অন্যান্য ভদ্রলোকের সহায়তা পাইয়। মিষ্টবাক্য ও ধন বিতরণ দ্বার সামান্য লোকের মর্ম আপনাদিকে আকর্ষণ করিয়া লইল। পরে দায়ুদ রাজা নিজে নিতান্ত পুত্রবৎসল হইলেও তাহার বিরুদ্ধে তাহার পুত্র আবসোলম