পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৭ ক্রমাগত যুদ্ধ করিয়া আপনি রাজ হইল। দায়ুদ তাহার পুত্রের নিষ্ঠুর ও অপকৃষ্ট ব্যবহার দর্শনে নিতান্ত বিস্ময়াপন্ন হইয় নিজাপরাধ প্রযুক্ত আপনাকে পরমেশ্বরের ক্রোধের পাত্র জানিয়া পূৰ্ব্বমত সাহসী হইতে পারিল না, তজ্জন্যে কতক গুলিন বিশিষ্ট প্রিয়তম দাস সঙ্গে লইয়৷ ষিরুশালম হইতে পলাইয়া গেলে, পর তাহার পুত্ৰ আবসোলম ঐ পৈতৃক রাজধানীতে প্রবেশ করিল। অহীথোফেলের মহানিষ্ঠুর মন্ত্রণ, আবসোলম গুনিয়া ইসুয়েল লোকের সাক্ষাতে আপন পিতার স্ত্ৰীগণেতে উপগত হইল। এই দুরাচার কৰ্ম্মেতে নাথন কর্তৃক পূৰ্ব্বোক্ত ভবিষ্যদ্বাণী সফল হইল। তৎকালে দাযুদ অতিশয় ব্যাকুলচিত্ত হইয়া ধৰ্ম্ম বিষয়ক নানা প্রকার সুন্দর ২ গীতরচনা করিল। আহাঁথোফেল আবসোলমকে কহিল, তুমি উঠিয়া তোমার পিতার পশ্চাৎ গিয়া মারিয়া ফেল, ইহাতে সে স্বকৰ্ম্মানুরাগী আবসোলম এই পরামশানুরূপ কৰ্ম্মকরণাপেক্ষ ইসায়েলের বহু সৈন্য একত্র হওন ভাল বোধ করিয়া ফিরুশালম নগরে অপেক্ষা করিয়। রহিল, এই প্রকারে সেই রাজমন্ত্রির পরামর্শ বাক্য অবহেলা কুরিল, পরে সে অপমান প্রযুক্ত ক্রোধে ও গৰ্ব্বে আপনাকে ফঁাসি দিল। .আধ সোলম এই রুপে ৱিলম্ব করাতে দায়ুদের মুত্র ও বিশ্বম্ভ দাস সকল তাহাদের প্রণয় রক্ষার্থে অনেক সৈন্য সামন্ত সমগ্রহ করিল, কিন্তু আবসোলম তদপেক্ষ অধিক সৈন্য একত্র করিয়া রণভূমিতে যুদ্ধার্থে গমন করিল। তৎপরে আবসোলমের সৈন্য সকল পরাস্ত হইলে