পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮ , পর, তিনি এক খচ্চরণশ্ব আরোহণ করিয়া পলাইয়। গেল। তাহাতে এক বড় এল। বৃক্ষের শাখার নীচে দিয়৷ ঐ খাচরের গমন সময়ে আবসোলমের অহঙ্কারের কারণ মন্তকের সুচারুদীর্ঘ কেশপাশ ঐ, বৃক্ষশাখায় বদ্ধ হইলে, তাহার নীচস্থিত থচ্চর প্রস্থান করিলে, সে ঐ বৃক্ষের শাখাতে বুলিতে লাগিল। তদনন্তর ষোয়াৰ কতক গুলিন সৈন্য সঙ্গে করিয়া সেখানে আসিয়া দায়ুদ রাজার পুত্র হত্যার নিষেধ বিষয়ে আজ্ঞা লঙুল করিয়া তাহার পুত্রকে বধ করিল। তদনন্তর দায়ুদ রাজা পুনরায় রাজ্য প্রাপ্ত হইলে, বৎশেবার সহিত সম্ভোগ জন্য পাপের ফল রাজ্য মধ্যে যুদ্ধ ও নিজ পরিজনদের সহিত সমৃতি রূপ দুঃখ হইতে উদ্ধার পাইয়াও পুনৰ্ব্বার অহঙ্কার ও অভিমানের বশীভূত হওয়াতে পূৰ্ব্বাপেক্ষ আরো অধিক’দুঃখে পতিত হইল। দায়ুদ আপনার রাজ্যের বিস্তার ও সৌন্দর্ঘ্যের দপে প্রফুল্লচিত্ত হইয় নিজরাজ্যের প্রজাবগের মধ্যে কত ব্যক্তি সৈন্য হইতে পারে ইহণ জানিবার নিমিত্ত তাহাদিগকে গণনা করিতে আজ্ঞা করিল। কিন্তু সৈন্য স^থ্য করণ সমাপ্ত হইবার পূৰ্ব্বে পরমেশ্বর মহামরক সৃষ্টি করিয়া ক্ষণকালের भूथJ १०००० সৈন্য বিনষ্ট করিলেন, এই রূপ ঘটনা কেবল তাহাদের রাজবিরুদ্ধে যুদ্ধ করণের পুতিফল্ল স্বরূপ হইল, রাজা তাহাদের অপরাধ মাৰ্জ্জন করিলেও যেহেতুক সে ঈশ্বরাভিষিক্ত ছিল, এ কারণ তাহার প্রতি বিরুদ্ধাচরণ করাতে ঈশ্বরেরই প্রতি তাহ করা হইল, সুতরা ইহার ফল ঈশ্বর হইতেই তাহার প্রাপ্ত হইল।