পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) శిe షె দায়ুদ রাজা বৃদ্ধাবস্থা প্রযুক্ত রাজকাৰ্য্য করিতে অক্ষম হইলে, তাহার জ্যেষ্ঠ পুত্র আদোনিয় রাজ সিংহাসন প্রাপ্তির আশ্বাস পাইল, এব^ যোয়াব ও অবিয়াথর. অন্যান্য ভদ্র লোকের সহিত বস্তুত করিয়া এক মহাভোজের উপলক্ষে তাহাদিগকে নিমন্ত্ৰণ করিল, কারণ সে মনে করিল, ষে তখন তাহারা সকলে একত্র হইয়। তাহাকে রাজসি^হাসনে অভিষিক্ত করিবে। নাথন নামক উক্ত ভবিষ্যদ্বক্তা এই কুমন্ত্রণার সAবাদ পাইয়া এব^ দায়ুদ পরমেশ্বরের অভিমতানুসারে নিজ পুত্ৰ সুলেমানকে আপনার উত্তরাধিকারী করিতে মনস্থ করিয়াছে, ইহাও জানিয়া, হঠাৎ রাজবাটীতে গিয়া এই সংবাদ রাজাকে জানাইল। এই কুমন্ত্রণার কৌশলে পরমেশ্বরের মনোনীত সুলেমানের পৈতৃক রাজ্য প্রাপ্তির বিপরীত ঘটনার সম্ভাবনা বুঝিয়া দায়ুদ রাজা অতি ত্বরাতেই সুলেমানকে রাজ্যাভিষিক্ত করিতে আজ্ঞা করিলেন। ইহাতে সুলেমানের বিরুদ্ধাচারিগণ এই বিষয় অবগত হইবার পূৰ্ব্বে ঐ রাজ্যাভিষেক কৰ্ম্ম তুরী শব্দ পূৰ্ব্বক সমন্ন হইল, এবণ আদোনিয় তাহ। শুনিয়া হঠাৎ সাহসহীন হইল, তাহাতে তাহার সঙ্গিলোক তাহাকে ত্যাগ করিলে, সে আত্মপ্রাণ রক্ষার নিমিত্তে নৈবেদ্যের নিকটে, পলাইয়া গেল। সুলেমান তাহার অপরাধ ক্ষমা করিয়া প্রতিজ্ঞা পূৰ্ব্বক কহিল, যাবৎ তুমি রাজনিয়মানুসারে আমার বশীভূত হইয়া থাকিবা, তাবৎ তোমার কোন হানি কিছুতেই হইবে না । -