পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. У ће পরে দায়ুদ আপন পুত্র সুলেমানকে ডাকিয়া ইসু'য়েলের প্রভূ পরমেশ্বরের জন্যে মন্দির নির্মাণ করাইতে আজ্ঞা করিল। এব^ দায়ুদ সুলেমানকে কহিল হে আমার পুত্র আমার প্রভু পরমেশ্বরের নামের উদেশে মন্দির নিৰ্ম্মাণ করিতে আমার মনস্থ হইলে, পরমেশ্বরের এই কথা আমার প্রতি উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়া বড় যুদ্ধ করিয়াছ, এই জন্যে তুমি আমার উদ্দেশে মন্দির নিৰ্ম্মাণ করিও না, কেননা পৃথিবীতে আমার সাক্ষাতে অনেক রক্তপাত করিয়াছ । কিন্তু তোমার এক পুত্ৰ জন্মিৰে, সে শান্তমনুষ্য হইবে, আমি তাহাকে চতুদিকস্থ শতু হইতে বিশ্রাম দিব, তাহার নাম সুলেমান (শান্ত) হইবে ও তাহার অধিকার সময়ে আমি ইসুয়েলকে সন্ধি ও শান্তি দিব । সে আমার নামের উদেশে মন্দির নিমুর্ণণ করাষ্টবে ; ও সে আমার পুত্র হইবে, ও আমি তাহার পিতা হইব, এব^ ইসুয়েলের উপরে তাহার রাজসিংহাসন চিরকাল স্থির করিব। হে আমার পুত্ৰ এখন পরমেশ্বর তোমার সহবন্তী হউন ও তুমি ভাগ্যবান হও, তিনি তোমার বিষয়ে যেমন কহিয়াছেন তদনুসারে আপন প্রভূ পরমেশ্বরের মন্দির নিৰ্ম্মাণ কর। তভিন্ন ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করিতে ও তোমার প্রভূ পরমেশ্বরের আজ্ঞ পালন করিতে পরমেশ্বর তোমাকে জ্ঞান ও বুদ্ধি দিউন। পরমেশ্বর ইস্রায়েলের বিষয়ে মূসাকে যে ২ বিধি ও আজ্ঞা দিয়াছেন সে সকল পালন করতে যদি মনোযোগ কর, তধে তুমি ভাগ্যবান হষ্ট বা ; অতএব শক্তিমান ও সাহসী হও, ভীত