পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y ፃ » ও নিরাশ হইও না । দেখ আমি আপন দুঃথের সময়ে পরমেশ্বরের মন্দিরের জন্যে এক লক্ষ কিক্কর স্বর্ণ ও দশ লক্ষ কিন্তুর কাপ ও অপরিমিত পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়াছি, কেননা তাহা অতি প্রচুর; এব• আমি কাষ্ঠ ૭ প্রস্তর প্রস্তুত করিয়াছি, তুমি আরও প্রস্তুত করিতে পারিব। এব^ তোমার নিকটেও অনেক শিল্পকর আছে, অর্থাৎ ভাস্কর ও সূত্রধর ও সকল প্রকার কৰ্ম্মে নিপুণ নানা লোক আছে। এবণ স্বর্ণ ও রূপ্য ও পিত্তল ও লৌহ অসAথ্য আছে, অতএব উঠ কৰ্ম্মের উদযোগ কর, পরমেশ্বর তোমার সহবন্তী হউন। পরে দায়ুদ আপন পুত্র সুলেমানের উপকার করিতে ইসুয়েলের সকল অধ্যক্ষকে আজ্ঞা করিয়া কহিল, তোমাদের প্রভু পরমে*শ্বর তোমাদের সহবত্তী হইয়া কি সৰ্ব্বদিগে তোমাদিগকে বিশ্রাম দেন নাই ? তিনি দেশনিবাসি লোকদিগকে আমার হস্তগত করাতে পরমেশ্বরের ও র্তাহার লোকদের সমুথে দেশ পরাজিত হইয়াছে। অতএব আপন প্রভু পরমেশ্বরের অন্বেষণ করিতে আপনাদের অন্তঃকরণ ও চিত্ত রার্থ, এবং পরমেশ্বরের নামের উদেশে । যে মন্দির নিৰ্ম্মাণ হইবে, তাহার মধ্যে পরমেশ্বরের নিয়ম সিন্দুক ও ঈশ্বরের পবিত্র পাত্ৰ আনিতে প্ৰভু পরমেশ্বরের পবিত্র স্থান প্রস্তুত কর। - অপর পিতৃৰণশের প্রধানের ও ইস্রায়েল বলশের । অধ্যক্ষগণ ও সহস্পতিগণ ওঁ "শতপতিগণ ও রাজার কৰ্ম্মাধ্যক্ষগণ স্বেচ্ছাতে দান করিল। এবং ঈশ্বরের মন্দিরের কার্য্যের জন্যে পাঁচ সহস্র স্বর্ণের কিন্তুর ও দুশ Q 2