পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १२. সহসু স্বর্ণের অদকোন, ও দশ সহস্ৰ ৰূপার কিন্তুর ও আঠারো সহস্ৰ কিঙ্কর পিত্তল, ও এক লক্ষ কিন্তুর লৌহ দিল । এবণ যাহাদের নিকটে মণি ছিল, তাহার। পরমেশ্বরের মন্দিরের ভাণ্ডারে তাহ দিল। তাহাতে লোকের তাহাদের দাতৃত্বে আনন্দ করিল, কেননা তাহার সমপূর্ণ অন্তঃকরণের সহিত স্বেচ্ছাতে পরমেশ্বরের উদেশে দান করিল, এব^ দায়ুদ রাজাও মহানন্দ করিল। অপর দায়ুদ সকল মণ্ডলীর সাক্ষাতে পরমেশ্বরের ধন্যবাদ করিল, এব^ দায়ুদ কহিল হে আমাদের পিতঃ ইয়ায়েলের প্রভু পরমেশ্বর তুমি সৰ্ব্বদা ধন্য। হে পরমেশ্বর তোমাতে মহত্ব ও পরাক্রম ও ঐশ্বৰ্য্য ও জয় ও প্রশ৭সা আছে, স্বর্গে ও পৃথিবীতে যত আছে সকলি তোমার আছে, হে পর-* মেশ্বর রাজ্য তোমার এবং তুমি সমাটের নগর সকলের উপরে উন্নত আছ। এবP তোমাহইতে ধন ও সন্মান হয় এব^ তুমি সকলের উপরে রাজত্ব করিতেছ, পরাক্রম ও বল তোমার হস্তে আছে, এবপ\বড় করিতে ও সকলকে বল দিতে তোমার হস্তের অধিকার আছে। অতএব হে আমাদের ঈশ্বর আমরা তোমার ধন্যবাদ করি ও তোমার ঐশ্বৰ্য্যযুক্ত নামের প্রশ৭স। করি। কিন্তু আমি কে? এব। আমার লোকের বা কে ? যে আমরা এই প্রকারে স্বেচ্ছাতে দান করিতে সমর্থ হই, কেননা তোমাহইতে সকলি পাওয়া যায়, এব^ আমরা তোমার দানদুৰ্যই তোমাকে দিলাম। কেননা আমরা আপনাদের সকল পিতলোকদের ন্যায় তোমার সম্মুখে